এম এন সরদার।। পাবনা -৪ আসনের নবনির্বাচিত এমপি আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস গত ৭ তারিখে শপথ গ্রহণ করার পর তার এক সপ্তাহের কার্যক্রমের উপর মন্তব্য করতে গিয়ে বলেন, আমার জনগণকে দেয়া সকল নির্বাচনী ওয়াদা পূরণ করতে সক্ষম হবো ইনশাল্লাহ। তিনি ঈশ্বরদী-আটঘরিয়া বাসীর কাছে দোয়া প্রার্থনা করেছেন যাতে তিনি সুস্থ থাকেন। তিনি বলেন, আল্লাহ যদি আমাকে সুস্থ রাখেন আমি অবশ্যই আমার দেয়া অঙ্গীকার পূরণে সচেষ্ট থাকব। তিনি বলেন, গত এক সপ্তাহে শপথ গ্রহণের পর থেকে আমি বিভিন্ন মন্ত্রনালয় সচিবালয় এবং বিভিন্ন দপ্তরের মন্ত্রী সচিব এবং দপ্তর প্রধানের সাথে আমার এলাকার বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের ব্যাপারে বিশদ আলোচনা করেছি এবং সকল দপ্তর থেকে মন্ত্রীমহোদয় সচিব এবং দপ্তর প্রধান দের কাছ থেকে আশানুরূপ সাড়া পেয়েছি সুতরাং এলাকার উন্নয়নের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী। গতকাল রাতে ঢাকা থেকে মোবাইলে সাপ্তাহিক জংসনকে দেয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। এমপি হিসাবে দায়িত্ব পালনের এক সপ্তাহে তার অনুভুতির কথা জানতে চাইলে তিনি বলেন, এর আগেও আমি দাপ্তরিক কাজ করেছি, জনগণের সেবা করেছি উপজেলা চেয়ারম্যান হিসেবে কিন্তু সেটা ছিল অনেকটাই স্বল্প পরিসর। এবার এমপি হিসাবে দায়িত্ব পালন করার ক্ষেত্রে প্রচণ্ড চাপ রয়েছে। তিনি বলেন, মহান আল্লাহ পাক যদি আমাকে শারীরিকভাবে সুস্থ রাখেন তাহলে জনগণের সকল কল্যাণ ও এলাকার উন্নয়নের জন্য আমি নিঃসংকোচে সকল চাপ ও ব্যস্ততাকে সফলভাবে অতিক্রম করতে পারবো। তিনি ঈশ্বরদী এবং আটঘরিয়ার মানুষের কাছে আন্তরিক সহযোগিতা কামনা করেন।