আজ থেকে প্রায় দশ বছর আগে নওগা জেলা থেকে এসে আমার নাড়ি পোতা আছে যেখানে, সেই জেলা পাবনায় যোগদান করেছিলাম।সদর থানা, আটঘড়িয়া থানা,সুজানগর থানা,বেড়া থানা, জেলা গোয়েন্দা শাখা, এবং ঈশ্বরদী থানায় ছিল আমার এই মেয়াদ কাল। কাজের সুবাদে গিয়েছি সকল থানা এলাকায়।এই দশ বছরে বিভিন্ন সময়ে পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন কারী সর্বজনাব মিরাজ উদ্দিন,আলমগীর কবীর, জিহাদুল কবীর, রফিকুল ইসলাম, মহিবুল ইসলাম খান এবং আকবর আলী মুনসি স্যারদের অধীনে থেকে দায়িত্ব পালন করেছি।আজকে আমি সকল এসপি স্যার,অতিরিক্ত পুলিশ সুপার স্যার, সহকারী পুলিশ সুপারস্যার,ওসিস্যার, বিশেষ করে কাজী হানিফুল ইসলাম, আহসান স্যার, আনোয়ার হোসেন স্যার, শরিফুল ইসলাম, বাহাউদ্দিন ফারুকী স্যারদের প্রতি শ্রদ্ধা জানাই।আমার অন্যান্য সিনিয়র, জুনিয়র সহকমী, বিশেষ করে পুলিশ কনস্টেবল,সবার প্রতি আমার ভালোবাসা রইল।এই জেলার বিভিন্ন থানায় চাকরী করাকালীন সময়ে সকল বিভিন্ন শ্রেনী পেশার মানুষের অকুন্ঠ সহযোগিতা আমি সব সময়ে পেয়েছি, তাদের সবার প্রতি কৃতঙ্গতা।পাবনা জেলার চাটমোহর থানার চিনাভাতকুর গ্রামে মামার বাড়ি আমার জন্ম,। তাই হয়তো নাড়ির টানেই এতদিন এই জেলাতে থেকে যাওয়া। পুলিশে চাকরী করার সময় সব সময় চেস্টা করেছি, মানুষের জন্য কিছু করার। জানি না কতটুকু পেরেছি। যতটুকু দিয়েছি, তার চেয়ে বেশিই হয়তো নিয়েছি। বেড়া এবং ঈশ্বরদী থানাতে ওসি হিসেবে দায়িত্ব পালন কালে উপজেলা প্রশাসন,বিভিন্ন রাজনৈতিক সামাজিক, ও ধমীয় ব্যক্তিবর্গ, বীরমুক্তিযোদ্ধাগন,,সাংবাদিক,শিক্ষক,রুপপুরে দায়িত্বপালন কারী বাংলাদেশ সেনাবাহিনীর গবিত সদস্যগন,RAB,আনসার ভিডিপি, এনএসআই,এবং এই দুই থানা এলাকার সকল স্তরের নাগরিকগনের সহযোগিতার স্মৃতি আমার সারাজীবনের পাথেয় হয়ে থাকবে।অনেক কিছু লেখার ইচ্ছে থাকলেও আজ আর লিখছি না।সবার কাছে আমি ভুলত্রুটির জন্য মাফ চেয়ে নিচ্ছি। সেইসাথে এখনকার সময়ের শান্ত জনপদ পাবনার সকল মানুষের মত আমিও স্বপ্ন দেখি, যেমন করে রুপপুর পারমানবিক প্রকলের সফল সমাপ্তির দ্বারপ্রান্তে আমরা উপনীত হতে পেরেছি, তেমনি করেই বেড়ার ভারেঙ্গাতে গড়ে উঠবে ইকোনোমিক জোন,বেড়া পোট দিয়ে সেতু এবং ফোরলেন রাস্তা, সংযুক্ত হবে ঢাকা যাওয়ার মহাসড়কে,ট্রেন লাইনে যুক্ত হবে আরও ট্রেন,পাবনা শহরের ভিতর দিয়ে মরা ইছামতি আবার প্রান ফিরে পাবে,শহরের বুক চিরে চলবে নৌকা,নির্মিত হবে y সেতু,গাজনার বিলের চাষীরা তাদের কৃষিপন্যর ন্যায় সঙ্গত দাম পাবে,নগরবাড়ি ঘাট,বেড়াপোর্ট,বাঘাবাড়ি পোর্ট,হবে নতুন নতুন ব্যবসার কেন্দ্রবিন্দু,।ঈশ্বরদী ইপিজেডে আসবে আরও উদৌক্তা,।অনেকের মত আমিও স্বপ্ন দেখি একটি মাদকমুক্ত পাবনা,সম্প্রীতির পাবনা, হানাহানি মুক্ত পাবনা।অনেক কিছুই বললাম, তারপরও কিছুই বলা হলো না। পাবনার জন্য একবুক আশা, স্বপ্ন বুকে চেপে নিয়ে চলে যাচ্ছি পরবতী কর্মস্হল রাজশাহীর বাগমারা থানা।সবাই ভাল থাকবেন।
ভাল থাকুক প্রানের পাবনা। বিদায় পাবনা। বিদায় ঈশ্বরদী!!!