ঈশ্বরদী আন্তঃ উপজেলা কিন্ডারগার্টেনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
—————-
মুনমুন আক্তার।। সুষ্ঠ, সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে ঈশ্বরদী আন্তঃ উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের ২ দিন ব্যাপী বাৎসরিক বৃত্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে।
বাংলাদেশ কিন্ডারগার্টেন শিক্ষাবোর্ডের অধিনে ৮ ও ৯ ডিসেম্বর’২৩ ঈশ্বরদী মহিলা ডিগ্রি কলেজ কেন্দ্রে প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের মধ্যে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। ঈশ্বরদী উপজেলার ১২ টি স্কুলের প্রায় ৫ শতাধিক ছাত্র-ছাত্রী এই পরীক্ষায় অংশ গ্রহণ করে।
২ দিন ব্যাপী এই পরীক্ষা পর্যবেক্ষণের জন্য এসোসিয়েশনের আমন্ত্রণে উপস্থিত হয়েছিলেন ঈশ্বরদী উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নায়েব আলী বিশ্বাস, ঈশ্বরদী পৌর সভার মেয়র ইছাহক আলি মালিথা, ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার সুবীর কুমার দাশ, ঈশ্বরদী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর এস এম রবিউল ইসলাম, ঈশ্বরদী মহিলা কলেজের অধ্যক্ষ হামিদুর রহমান, ঈশ্বরদী প্রেসক্লাবের সভাপতি মোশতাক আহমেদ কিরণ, ঈশ্বরদী প্রেসক্লাবের সাবেক সভাপতি, সাপ্তাহিক জংশন ও ডিডিপি নিউজ ২৪ ডটকম’র সম্পাদক এস এম রাজা, ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি তৌহিদ আক্তার পান্না,
ঈশ্বরদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল বাতেন, ঈশ্বরদী প্রেসক্লাবের সাবেক সভাপতি স্বপন কুমার কুন্ডু, গ্লোবাল টিভির স্টাফ রিপোর্টার ইয়াসিন আলী প্রমুখ।
এসোসিয়েশনের ঈশ্বরদী উপজেলা শাখার সভাপতি আব্দুল খালেক, সাধারণ সম্পাদক আবু সাঈদ, সহ সম্পাদক শেখ মহসিন, সেলিম রেজা সহ নেতৃবৃন্দ আমন্ত্রণিত পর্যবেক্ষকদের স্বাগত ও পরীক্ষার হল পরিদর্শন করান।