ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় ১ জন নিহত ও ১১ জন আহত
————
ঈশ্বরদী (পাবনা) উপজেলা সংবাদদাতা।। আজ ২৫ আগস্ট’২৩ আনুমানিক সকাল ৬ টায় ঈশ্বরদীর পাকশী-পাবনা বগামিয়া সড়কের মহাদেবপুর দরগাপাড়ার নিকট যাত্রী বোঝায় একটি ইঞ্জিন চালিত ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে আবির হোসেন (১৫) নামে এক ছাত্র নিহত ও অপর ১১ জন আহত হয়। নিহত আবির ঈশ্বরদী উপজেলার ছলিমপুর ইউনিয়নের বক্তারপুর গ্রামের আব্দুল মজিদ হাজির ছেলে।
ঈশ্বরদী থানার এসআই জুলহাজ উদ্দিন ও এলাকাবাসী সুত্রে জানা গেছে, উল্লেখিত সময়ে বক্তারপুর থেকে ১২ জন শ্রমিক পেয়ারা বাগানে কাজ করার জন্য জিগাতলা যাবার জন্য মহাদেবপুর দরগাপাড়া অতিক্রম করার সময় আকস্মিকভাবে এক বৃদ্ধ রাস্তা পাড় হওয়ার সময় ভ্যানের সামনে পড়ে। এসময় ভ্যান চালক তাকে বাঁচাতে গিয়ে হার্ডব্রেক করলে ভ্যানটি উল্টে যায় এবং সকল যাত্রীয় আহত হয়। এদের মধ্যে গুরুতর আহত আবিরকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে সে মৃত্যু বরণ করে।
নিহত আবির বক্তারপুর হাইস্কুলের দমশ শ্রেণির ছাত্র। পড়াশোনার ফাঁকে ফাঁকে সে বিভিন্ন স্থানে শ্রমিকের কাজ করতো। ওদিকে অন্যান্য আহতদের স্থানীয় ভাবে চিকিৎসা প্রদান করা হয়েছে। স্কুলছাত্র আবিরের অপ্রত্যাশিত মৃত্যুতে পরিবার সহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
প্রেরকঃ এস এম রাজা
ঈশ্বরদী, পাবনা।