মুক্তিযোদ্ধাদের ঐক্যবদ্ধ থেকে পুনরায় আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে হবে
———-
বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস এমপি
——-
এস এম রাজা।। পাবনা-৪ আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস বলেছেন, মুক্তিযোদ্ধাদের ঐক্যবদ্ধ থেকে আওয়ামী লীগ সরকারকে পুনরায় ক্ষমতায় আনতে হবে।
আজ ২৪ অক্টোবর’২২ সকালে ঈশ্বরদী উপজেলা পরিষদ মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধাদের মাঝে ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্ট আইডি কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
ঈশ্বরদী উপজেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা কমান্ড আয়োজিত এবং উপজেলা নির্বাহী অফিসার পি এম ইমরুল কায়েস’র সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে বক্তৃতা করেন সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মুঞ্জুর রহমান বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধা আমিনুর রহমান দাদু ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক।
প্রধান অতিথির বক্তৃতায় আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস এমপি আরও বলেন, দেশ এগিয়ে যাচ্ছে মুক্তিযুদ্ধের চেতনায়। বর্তমান সরকার ক্রমান্বয়ে বীর মুক্তিযোদ্ধাদের সুযোগ সুবিধা বৃদ্ধি করছে। তাদের সম্মানী ভাতা, উৎসব ভাতা, ফ্রী চিকিৎসা সেবা, যাতায়াত সুবিধা সহ গ্যাস-পানি-বিদ্যুৎ বিল পর্যন্ত মওকুফ করে দিয়েছে। সরকার ভূমিহীনদের ভূমি, গৃহহীনদের গৃহ দান করেছে। মুক্তিযোদ্ধাদের প্রাপ্য সন্মান ও মর্যাদা নিশ্চিত করেছে।
তিনি বলেন, বঙ্গবন্ধু জেল জুলুম অত্যাচার নির্যাতন সহ্য করেও বাঙালির অধিকার প্রতিষ্ঠার আন্দোলন অটুট রেখে মুক্তিযুদ্ধের ডাক দিয়েছিলেন। এই মুক্তিযোদ্ধারা বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে জীবন বাজি রেখে যুদ্ধে ঝাপিয়ে পড়েছিলো বলেই আজ দেশ স্বাধীন হয়েছে। বিশ্বের বুকে বাংলাদেশের পতাকা স্ব-গৌরবে মাথা উঁচু করে উড়ছে।
এই অনুষ্ঠানে ঈশ্বরদী উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নায়েব আলী বিশ্বাস, ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম খান, বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম মিন্টু, ঈশ্বরদী প্রেসক্লাবের সভাপতি মোস্তাক আহমেদ কিরণ, দাশুড়িয়া ইউপি চেয়ারম্যান বকুল সরদার সহ বীর মুক্তিযোদ্ধাগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সরকারের ঘোষণা অনুযায়ী আজ ঈশ্বরদীতে ৩ শ ৯২ জন জীবিত বীর মুক্তিযোদ্ধাকে সার্টিফিকেট ও স্মার্ট কার্ড দেয়া হয়েছে। পরবর্তীতে মৃত ৭২ জন বীর মুক্তিযোদ্ধাদের স্বজনদের এই সনদ পত্র প্রদান করা হবে।