অরবিন্দ সরকার।। পুলিশ কি জনগণের আস্থার জায়গায় পৌঁছাতে পেরেছে?পৌঁছাতে পেরেছে মনে হয়। আসলে সমাজের নানা ধরনের কাজের সাথে পুলিশ সরাসরি জড়িত থাকায় সমাজে জনসাধারনের উপর একটি প্রভাব বা সম্পক তৈরী হয়।গতকাল রাত সাড়ে বার টা বাজে অফিসিয়াল ফোনে একজন নাগরিকের ফোন।তার বাসায় বয়স্ক বাবা মা থাকে,আর সে থাকে ঢাকা।রাতে তার বাবা মা ঘরের ভিতর একটি বড় সাপ দেখছে, সাপটি সরছেও না বাবা মা ভয়ে সাপ টিকে সরাতেও পারছে না।তো ঢাকা থেকে বেচারা হয়ত অনেক কিছু ভেবে কাউকে না পেয়ে সবশেষ পুলিশ কে বিষয় টি জানিয়ে সহযোগিতা চাইল।একবার বললাম ভাই রে ঘরে ঢুকেছে সাপ আমরা কি করতে পারি।আবার ভাবলাম বয়স্ক মানুষ টি মনে হয় বিপন্ন বোধ করছে।।পাঠালাম মোবাইল গাড়ি কিছু করতে না পারলে সাহস তো জোগানো যাবে।।গেল মোবাইল গাড়ি, খোজ নিলাম সাপটিকে না মেরে সরানো গেছে।বাড়ির লোকজন পুলিশের উপস্হতিতে নিরাপদ বোধ করছে।আচ্ছা বলেন তো ভাই বাড়ির আশেপাশে আরও বাড়িঘর তো ছিল কিন্তু বেচারা ঢাকা থেকে পুলিশ কে ফোন করে সহায়তা চাইল কেন।।আমরা তো তার এই চাওয়ার ভিতেরেই আমাদের প্রতি তার আস্হার জায়গা টা খুজে পাই।সত্য ঘটনা পড়ে আমার মনে হয় কয়েক ধরনের মতামতের লোক পাওয়া যাবে।।কেউ বলবে সাবাস পুলিশ,কেউ মনে মনে ভাববে ভাল করেছ,কিন্তু প্রকাশ করবে না।।আর একদল পাওয়া যাবে কন্ঠ ফুলিয়ে বলবে পুলিশ তোরা তো সাপের চেয়েও বিষাক্ত তাই ঐ লোকটি সাপ তাড়ানোর জন্য তোদের কেই ডেকেছে।।।যে যেভাবেই বলেন আমি মনে করি আমাদের কাজের বৈচিত্রতার জন্য জনগণ পুলিশের উপর আস্থা রাখে।তবে আপনার গঠনমূলক সমালোচনা কে আমরা সাধুবাদ জানাই।লেখকঃঃ পুলিশ পরিদর্শক (তদন্ত)।