২০১৯ সালে ব্রাজিলের কোপা জয়ের সময় ছিলেন না দলে। তবে সুযোগ ছিল চলতি আসরে। হয়তো লিখতে পারতেন একটা সফলতার গল্প। কিন্তু হলো না। তাই ম্যাচ শেষে কান্নাই সঙ্গী হলো নেইমারের।
খেলা শেষে মেসি যখন ট্রফি হাতে নেয়ার অপেক্ষায় উল্লাসে ব্যস্ত। তখন অঝোরে কাঁদছেন নেইমার। কোপা আমেরিকার ট্রফি জিততে না পারার কান্না। ২৮ বছরের অপেক্ষা ঘুচিয়ে এই ট্রফিটা হয়তো বিধাতা তার নামেই লিখে রেখেছিলেন।
প্রতিপক্ষের বন্ধুকে কান্নারত অবস্থায় দেখে সান্ত্বনা দিতে এগিয়ে এলেন মেসি। জড়িয়ে ধরলেন। না পাওয়ার আক্ষেপের কষ্ট তো মেসিরও দীর্ঘদিনের। হয়তো বুকে জড়িয়ে সেটাই মনে করাতে চাইলেন। হয়তো কানে কানে বললেন, এটাই শেষ নয় সুযোগ আসবে আবার।
Developed By Sam IT BD