সিএমপির সাবেক কমিশনার সাইফুল, এসপি ইমন-এএসপি রাজন গ্রেফতার
স্টাফ রিপোর্টার।।
সিএমপির সাবেক কমিশনার সাইফুল ইসলাম, এসপি তানভীর সালেহীন ইমন, এএসপি রাজন কুমার সাহাকে গ্রেফতার করেছে পুলিশ। সাইফুল ইসলাম রাজনকে ঢাকা ও ইমনকে সারদা থেকে গ্রেফতার করা হয়। বিসিএস ২০তম ব্যাচের কর্মকর্তা হিসেবে সাইফুল ইসলাম সিএমপির ৩২তম কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে ঢাকার মেট্রোরেল এমআরটি পুলিশের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।
সিএমপির ডিসি (অপরাধ) মোহাম্মদ রইছ উদ্দিন বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত চট্টগ্রাম বিশ^বিদ্যালয় শিক্ষার্থী হৃদয় চন্দ্র তরুয়া হত্যা মামলায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সাবেক কমিশনার ডিআইজি মো. সাইফুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। ঢাকা থেকে গ্রেফতারের পর বুধবার তাকে চট্টগ্রাম নিয়ে আসা হয়। এরপর হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত তাকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন।
বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে সিএমপির কমিশনারের দায়িত্ব পালন করেন তিনি। ওই সময় পুলিশ পাহারায় ছাত্রলীগ ও যুবলীগের ক্যাডারেরা শিক্ষার্থীদের উপর নির্বিচারে গুলিবর্ষণ করে। কোথাও কোথাও পুলিশও ছাত্র জনতার উপর গুলিবর্ষণ করে। আন্দোলনে চবি শিক্ষার্থী তরুয়াসহ ১২ জন মারা যায়। আহত হন কয়েকশ ছাত্র জনতা। চান্দগাঁও থানার মামলায় ঢাকা থেকে সাইফুল ইসলামকে গ্রেফতার করা হয়। বিকেলে চট্টগ্রামের তৃতীয় মহানগর হাকিম আদালতে তাকে হাজির করা হয়।
চট্টগ্রাম মহানগর আদালতের রাষ্ট্রপক্ষের কৌঁসুলী মফিজুল হক ভূঁইয়া সাংবাদিকদের বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হৃদয় চন্দ্র তরুয়াকে খুনের মামলায় সিএমপির সাবেক কমিশনার সাইফুল ইসলামকে গ্রেফতার দেখিয়ে দুদিন জেলগেটে জিজ্ঞাসাবাদের আদেশ দিয়েছেন আদালত। হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ সিএমপির সাবেক কমিশনার সাইফুল ইসলামের সাত দিনের রিমান্ড আবেদন করেন। পরে আদালত সেটা নামঞ্জুর করে তাকে জেলগেটে জিজ্ঞাসাবাদের আদেশ দেন।
রাজশাহী রেঞ্জের অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (ক্রাইম ম্যানেজমেন্ট) সারোয়ার জাহান জানান, মঙ্গলবার রাতে ঢাকা থেকে ডিবির একটি টিম এসে এসপি তানভীর সালেহীন ইমনকে নিয়ে গেছে। তানভীর সালেহীন ২৮তম বিসিএস পুলিশ ক্যাডারে ২০১০ সালে যোগ দেন। তার বাবা বীর মুক্তিযোদ্ধা মো. ইকবাল করিমগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক। তানভীর সালেহীন ২০২২ সালে এসপি হিসেবে পদোন্নতি পান। এরপর তাকে ডিএমপির উপ-পুলিশ কমিশনার (সদর দপ্তর ও প্রশাসন) হিসেবে দায়িত্ব দেওয়া হয়। আওয়ামী লীগ সরকারের পতনের পর তাকে রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমির পুলিশ সুপার (বেসিক ট্রেনিং-২) হিসেবে পদায়ন করা হয়।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এমএইচ তামিম রাজনকে গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, পরবর্তী আইনি কার্যক্রমের জন্য শিগগির তাকে ট্রাইব্যুনালে হাজির করা হবে।
জানা গেছে, জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় রাজন সাহা ডিএমপির বাড্ডার জোনের সহকারী পুলিশ কমিশনারের দায়িত্বে ছিলেন। আন্দোলন চলাকালে রামপুরা এলাকায় মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে তাকে আটক করা হয়েছে। গত ৫ জুলাই শেখ হাসিনার সরকার পতনের পর আইনশৃঙ্খলা বাহিনীতে রদবদলের মধ্যে তাকে র্যাবে বদলি করা হয়েছিল। সবশেষ তিনি র্যাব-৫ কর্মরত ছিলেন। সেখান থেকে মঙ্গলবার তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে র্যাবের একটি সূত্র।