আর্জেন্টিনা ২ :১নেদারল্যান্ডস /দুর্দান্ত এসিস্টের পর এবার নিজেই গোল করলেন মেসি
অনবদ্য মেসিতে চড়েই সেমিফাইনালের পথে আর্জেন্টিনা।প্রথামার্ধে দুর্দান্ত এক এসিস্টে মলিনাকে দিয়ে গোল করে দলকে লিড এনে দিয়েছিলেন। বিরতির পর নিজেই স্কোরশিটে নাম লেখালেন।৭৩ তম মিনিটে স্পটকিক থেকে লক্ষ্যভেদ করেন এই আর্জেন্টাইন ফরোয়ার্ড। মেসির ঝলকে ৮৫ মিনিট শেষে ২-১গোলে এগিয়ে আলবিসেলেস্তেরা।৮৩ তম মিনিটে একটি গোল শোধ করে খেলায় প্রাণ আনে ডাচরা।বাকি সময়টাতে জমাট রক্ষণে লিড রাখতে চাইবে স্কেলোনির দল।