প্রয়াত বীর মুক্তিযোদ্ধা নবাব আলীর ছোট মেয়ে রণি আর নেই
স্টাফ রিপোর্টার।।
চান্দাই বাজার নিবাসী আলাউদ্দিন সরকার এর সহধর্মিণী ও ঈশ্বরদী পৌর এলাকার দড়িনারিচা পশ্চিম পাড়া/ পিয়ারাখালী গ্রামের মৃত বীর মুক্তিযোদ্ধা নবাব আলীর ছোট মেয়ে রনী পারভীন আজ ৩০ এপ্রিল’২৫ আনুমানিক দুপুর দুইটার দিকে রাজশাহী ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহির রাজিউন)। তিনি পরহেজগার, পরোপকারী ও অত্যান্ত ভালো মনের মানুষ ছিলেন।
তার দুটো কিডনি নষ্ট হয়ে গিয়েছিল বলে জানাগেছে।
তার মৃত্যুতে ঈশ্বরদী প্রেসক্লাবের সাবেক সভাপতি, সাপ্তাহিক জংশন সম্পাদক, ডিডিপির চেয়ারম্যান সিনিয়র সাংবাদিক কবি কলামিস্ট গীতিকার সুরকার সংগঠক সমাজ সেবক ও শিল্পী সূফী সাধক গুরুজী এস এম রাজা
গভীর শোক প্রকাশ করেছেন। তিনি তার বিদেয়ী আত্মার শান্তি কামনা এবং
দোয়া করে বলেছেন, মহান আল্লাহ তাআলা মরহুমাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন এবং শোক সন্তপ্ত পরিবারের সকলকে ধৈর্য্য ধারণের তৌফিক দান করুন আমিন।