পাকশী রেলওয়েতে মুক্তিযোদ্ধাদের জন্য সংরক্ষিত স্থানের রাস্তা নির্মান কাজের উদ্বোধন
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি পাবনার ঈশ্বরদী উপজেলার পাকশী ইউনিয়নে রেলওয়ে গোরস্থানে বীর-মুক্তিযোদ্ধাদের জন্য সংরক্ষিত স্থানের রাস্তা নির্মান কাজের ভিত্তিপ্রস্তর ও সংস্কার কাজের উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (২১ অক্টোবর) সকাল সোয়া ১০ টায় ঈশ্বরদী ইপিজেড সংলগ্ন পাকশী রেলওয়ে গোরস্থানে রাস্তা সংস্কার নির্মান কাজের উদ্বোধন করা হয়।
উদ্বোধন করেন পাবনা -৪ আসনের সংসদ সদস্য, বীর-মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস।
এসময় উপস্থিত ছিলেন, বীর-মুক্তিযোদ্ধা খালেদুজ্জামান টোকন, ফজলুর রহমান ফান্টু, পশ্চিমাঞ্চল রেলওয়ে পাকশী বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক (ডিআরএম) শাহ সুফী নুর মোহাম্মদ,পাকশী ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি ও গোরস্থান কমিটির সভাপতি, বীর-মুক্তিযোদ্ধা হাবিবুল ইসলাম হবিবুল, গোরস্থান কমিটির সাবেক সভাপতি, সিরাজুল ইসলাম রবি,ঈশ্বরদী উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি, বীর-মুক্তিযোদ্ধা মোহাম্মদ রশীদূল্লাহ, গোলাম মোস্তফা চান্না মণ্ডল,সাংগঠনিক সম্পাদক জহুরুল হক মালিথা, পাকশী ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান, সাইফুজ জামান পিন্টু প্রমুখ
এছাড়া বীর-মুক্তিযোদ্ধা, রাজনৈতিক,সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।পরে ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে বিশেষ দোয়া ও মোনাজাত করেন অতিথিবৃন্দ।