ঈশ্বরদী বিমান বন্দর চালু ও রেলগেট ফ্লাইওভার নির্মাণের আশ্বাস নবনির্বাচিত রাষ্ট্রপতির
—————-
স্টাফ রিপোর্টার || নবনির্বাচিত বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঈশ্বরদী প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি। গত ২১ মার্চ’২৩ ঢাকার গুলশানে তাঁর ব্যক্তিগত কার্যালয়ে সাংবাদিক নেতৃবৃন্দ সাক্ষাৎ করেন।
সৌজন্য সাক্ষাৎকালে নবনির্বাচিত রাষ্ট্রপতি পাবনার কৃতি সন্তান মোঃ সাহাবুদ্দিন চুপ্পু
পরম করুনাময় স্রষ্টার প্রতি অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, যা কখনো স্বপ্নেও ভাবিনি জননেত্রী শেখ হাসিনার বিশেষ অনুকম্পায় সে সন্মান পেয়েছি। তিনি বলেন, ১৯৬৮ থেকে ১৯৭৪ পর্যন্ত ছাত্রলীগ ও যুবলীগ করেছি। মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছি। বঙ্গবন্ধুকে স্ব-পরিবারে হত্যা করার পর জিয়া সরকার আমাকে বন্দী করে। তখন আমি একটি কলেজের শিক্ষক ছিলাম। তারপরও আমাকে ডান্ডাবেড়ী- হ্যান্ডকাপ পড়িয়ে মাসের পর মাস নির্যাতন করে। আমি দৈনিক বাংলার বাণী পত্রিকার জেলা প্রতিনিধি হিসেবে কাজ করেছি। সাংবাদিকদের পক্ষ থেকে ঈশ্বরদী বিমান বন্দর চালু ও রেলগেটে ফ্লাইওভার নির্মাণের উপর গুরুত্বারোপ করা হলে তিনি সহমত প্রকাশ করেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। ঈশ্বরদী প্রেসক্লাবের সভাপতি মোস্তাক আহমেদ কিরণ ও সাধারন সম্পাদক আব্দুল বাতেনের নেতৃত্বে কার্যনির্বাহী কমিটি এই সৌজন্য সাক্ষাৎ-এ উপস্থিত ছিলেন।