দীর্ঘ দশ মাসেও গ্রেপ্তার হয়নি অপহরন ও ধর্ষন মামলার প্রধান আসামী
বিশেষ সংবাদদাতা।। দীর্ঘ দশ মাস অতিবাহিত হয়ে গেলেও গ্রেপ্তার হয়নি ঈশ্বরদীতে ৮ম শ্রেণির শিক্ষার্থী অপহরণ ও ধর্ষণ মামলার চার্জশিট ভুক্ত প্রধান আসামি মো. আসাদ শেখ (২২)। বরং মামলা তুলে নিতে বাদীকে ভয়ভীতি ও হুমকি প্রদান করায় নিরাপত্তাহীনতায় ভুগছেন অপহৃত শিক্ষার্থীর বাবা ও স্বজনরা।
মামলা সূত্রে জানাগেছে,ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়ার একটি বিদ্যালয়ের ৮ম শ্রেণির শিক্ষার্থীকে পৌরসভার চক-নারিচা বাঘবাড়িয়া এলাকার জাহিদ শেখের ছেলে মো. আসাদ শেখ ২০২৪ সালের ২৮ জানুয়ারি প্রাইভেট পড়তে যাওয়ার পথে অপহরণ করে। ওই ঘটনায় অপহরণের শিকার শিক্ষার্থীর বাবা বাদী হয়ে ঈশ্বরদী থানায় অপহরণ মামলা করেন।
মামলার পর পুলিশ বাদীকে প্রায় দেড়মাস পর উদ্ধার করতে পারলেও অপহরণকারী আসাদ শেখকে গ্রেপ্তার করতে পারেনি থানা পুলিশ ।
পরে মামলার তদন্তকারী কর্মকর্তা অপহৃত শিক্ষার্থীর জবানবন্দি ও ডাক্তারি পরীক্ষার প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে অপহরণ ও ধর্ষণ মামলা হিসেবে আদালতে চার্জশিট প্রদান করেছেন। কিন্তু দশ মাস পার হলেও পুলিশ পলাতক প্রধান আসামি আসাদকে গ্রেপ্তার করতে পারেনি।
মামলার বাদী অভিযোগ করে বলেন, ১০ মাসেও মামলার আসামি গ্রেপ্তার হয়নি।
প্রতিনিয়ত আসামির পরিবার ও স্বজনরা মামলা প্রত্যাহারের জন্য হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করছে।বর্তমানে আমরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।
ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ মো. শহিদুল ইসলাম শহিদ বলেন, মামলাটির চার্জসিট দেয়া হয়েছে এবং মামলাটি বর্তমানে আদালতে বিচারাধীন রয়েছে। আসামি পলাতক থাকায় আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।