দাশুড়িয়াতে আব্দুল হামিদ জিন্নাহ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার।।
দাশুড়িয়াতে বীর মুক্তিযোদ্ধা প্রয়াত আব্দুল হামিদ জিন্নাহ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ১৩ সেপ্টেম্বর শুক্রবার বিকেলে কলেজ মাঠ প্রাঙ্গনে এই খেলা অনুষ্ঠিত হয়। দাশুড়িয়া ইয়াং স্টার স্পোর্টি ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত খেলায় প্রধান অতিথি ছিলেন ঈশ্বরদী উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব মো. শামসুদ্দিন আহমেদ মালিথা। বিশেষ অতিথি ছিলেন দাশুড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আমিনুল ইসলাম কেনেডি ও দাশুড়িয়া ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রেজাউর রহিম বাবু।
প্রধান অতিথির বক্তব্যে শামসুদ্দিন আহমেদ মালিথা বলেন, মরহুম আব্দুল হামিদ জিন্নাহ বার বার নির্বাচিত দাশুড়িয়া ইউনিয়নের জনপ্রিয় চেয়ারম্যান ছিলেন। দাশুড়িয়াতে যত প্রতিষ্ঠান হয়েছে তা মরহুম আব্দুল হামিদ জিন্নাহর অবদান। কিন্তু দীর্ঘসময়ের ফ্যাসিবাদী শাসনে আব্দুল হামিদ জিন্নাহর নাম মুছে ফেলার চক্রান্ত করা হয়েছে। ছাত্র-বৈষম্য আন্দোলনে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বৈষম্যবিরোধী ছাত্র-জনতাকে সাথে নিয়ে মাদকমুক্ত নতুন বাংলাদেশ বির্নিমাণে দাশুড়িয়া ইয়াং স্টার ক্লাব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মন্তব্য করেন তিনি। পরে বিজয়ী দলের হাতে প্রাইজমানি তুলে দেন অতিথিরা। এসময় দাশুড়িয়া প্রি-ক্যাডেট স্কুলের পরিচালক সাংবাদিক গোপাল অধিকারী, দাশুড়িয়া কিন্ডার গার্টেনের অধ্যক্ষ আফজাল হোসেন, দাশুড়িয়া ইয়াং স্টার ক্লাবের সভাপতি শাফিউল ইসলাম জয় মালিথা, সাধারণ সম্পাদক রিজওয়ান আহমেদ নাঈমসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মারমী একাদশ ও বাঘহাছলা একাদশের মধ্যে অনুষ্ঠিত ফাইনাল খেলা নির্ধারিত সময়ে গোলশূণ্য ড্র হওয়ায় পরবর্তীতে ট্রাইবেকারে ১-০ গোলে বাঘহাছলা একাদশ জয়লাভ করে। খেলায় সেরা গোলদাতা নির্বাচিত হন বাঘহাছলা একাদশের সজীব এবং সেরা খোলোয়াড় নির্বাচিত হন মারমী একাদশের অপু।