আজব দেশে আছি ফাইন
———-এস এম রাজা
বাল এর ভুলে বাল গেলো
আম জনতা কষ্ট পেলো।
এক বালেই চাকরি শেষ
আজব একটা স্বাধীন দেশ।
লুটেরাদের রাম রাজত্ব
ভুয়ার হাতেই সব কর্তৃত্ব।
চাটুকার আর চামচারা সব
স্বমস্বরে করে কলরব।
খাইছে আগে এখনও খাবে
যতই তেল মারা লাগে।
ভুয়া শেয়ান হক মারাতে
চাটার দলতো আছে সাথে।
দশের মাথা খাবে বেচে
বলার মতো কে আর আছে?
শারমেয় যার মুখে মোতে
বড়োই পটুসে কুবুদ্ধিতে।
কুবুদ্ধির প্রভাব ফেলে
সুবুদ্ধিকে দেয় পদতলে।
জিতলো বলে ঢেকুর তোলে
ঝাড়ু খায় সে বাড়ী গেলে।
বাল চেটে বড়ো ধনী হলো
বিপদ বুজেই বাল ছাড়লো।
বাতাস বুঝে করে পূজা
মুগুর খেলে হবে সোজা।
বালের দালাল নতুন সাজে
নেমে পড়েছে মন্দ কাজে।
বালের এখন মহা বিপদ
বালই যেন ভীষণ আপদ।
নেংটীর বেটা চাঁই হলো
দূর্বলের মাল লুটে নিলো।
বালের দোষেই সব হারালো
বিশ্বাসীরা বিপদে পড়লো।
মশা কামড়ায় হাতির গায়
হাতি ধরে মশার পায়।
তবুও হাতির রক্ষা নাই
যতক্ষণ না মুতলা পায়।
কালে কালে দেখবো কতো
কচ্ছপ লাফাই খরগোশের মতো।
ভেড়ায় চাটছে বাঘের গাল
এটাই বুঝি ঘোর কলি কাল।
কি যে আরও দেখা বাঁকি
সবই শুভংকরের ফাঁকি।
উল্টো পাল্টা ছিষ্টি নাইন
আজব দেশে আছি ফাইন।