মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০৪:৪৮ পূর্বাহ্ন
সর্বশেষ ::
ঈশ্বরদীতে ডেঙ্গুতে বাবার মৃত্যু, ছেলের অবস্থাও সংকটাপন্ন আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হলো আলহাজ্ব টেক্সটাইল মিলস্ উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবন রেলওয়ের পাকশী ডিভিশনে মালবাহী ট্রেনের আয় কমে নেমে এসেছে প্রায় অর্ধেকে, চেষ্টা চলছে আয় বৃদ্ধির           পাবনায় প্রায় ১৫ লাখ টাকার হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার মানিক হত্যা মামলার আসামী সজীব গ্রেফতার ভেড়ামারায় ভুয়া ডাক্তার গ্রেফতার, জেল ও জরিমানা আদায় ঈশ্বরদীতে যুবলীগ কর্মী মানিক হত্যা মামলার  আসামি দিপু গ্রেফতার,এর আগে গ্রেফতার হয়েছে হাজেরা  পাবনা জেলা পুলিশের মাস্টার প্যারেড ও মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ঈশ্বরদীতে বিষাক্ত পোকাড় কামড়ে ৩ বছরের শিশুর মৃত্যু আল্লাহু রাব্বিল আলামিন সকল ক্ষমতার অধিকারী, শাহজাদপুরে পূর্বের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখবেন : ডিআইজি আলমগীর রহমান।

এএসই রোসাটমের আয়োজনে সাসটেইনেবল ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : রবিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২১

এএসই রোসাটমের আয়োজনে ঈশ্বরদীতে সাসটেইনেবল ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
——-
এম এন সরদার।। গত ১৬ সেপ্টেম্বর’২১ সকালে
ঈশ্বরদী পৌরসভাস্থ পারমাণবিক তথ্য কেন্দ্রে এএসই রোসাটমের আয়োজনে সাসটেইনেবল ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে মুল প্রবন্ধ উপস্থাপন করেন রোসাটম এএসই গ্রুপের যোগাযোগ বিভাগের বিশেষজ্ঞ নাটালিয়া গণচোরোভা।
রূপপুর এনপিপি নির্মাণ প্রকল্পের জন্য রোসাটম পারমাণবিক শিক্ষা ব্যবস্থার ওপর বিস্তারিত বক্তব্য উপস্থাপন করেন এটমোসট্রয় এক্সপার্টের প্রধান বিশেষজ্ঞ কনস্টানটিন ফোকিন। এছাড়াও আলোচনায় অংশগ্রহন করেন রোসাটমের এনার্জি অফ দি ফিচার বিভাগের ডেপুটি ডিরেক্টর জেনারেল আলেক্সা জেন্ডার বেবেকেভ ও বাংলাদেশী কনসালটেন্ট ফরহাদ কামাল।
সেমিনারে জানানো হয় যে, ঈশ্বরদীর রূপপুরে স্থাপিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র পরিচালনায় দক্ষ ও পরোক্ষ প্রায় ১৩ হাজার জনশক্তির প্রয়োজন হবে।
বিশেষজ্ঞদের আলোচনায় আরও বলা হয় যে, বর্তমানে নির্মাণ কাজে প্রায় ২১ হাজার জনশক্তি নিয়োগ দেয়া হয়েছে। রূপপুর এনপিপি থেকে জ্বালানি পুনরায় লোডিং, রক্ষণাবেক্ষণ, ওভারহোলিং এবং বিদ্যুৎ উৎপাদনে রূপপুরের দুটি চুল্লীর জন্য প্রচুর জনশক্তির প্রয়োজন হবে।
২৪০০ (১২০০+১২০০) মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতাসম্পন্ন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি আগামী ২০২৩-২৪ সালে বাণিজ্যিক ভিত্তিতে কার্যক্রম শুরু করবে।
কনস্ট্যান্টিন ফোকিন বলেন, “রোসাটম বিদেশে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের জন্য ১৩৮ বিলিয়ন ডলার অর্ডার পেয়েছে। তিনি আরো বলেন, আরএফ বিজ্ঞান ও উচ্চ শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত কোটার উপর ভিত্তি করে বাংলাদেশের নাগরিকদের রাশিয়ান বিশ্ববিদ্যালয়ে পরমাণু এবং অন্যান্য পারমাণবিকের নির্দিষ্ট শাখায় অধ্যায়নের জন্য নির্বাচিত করা হয়েছে। রোসাটম কোটার কমপক্ষে ৬৯ জন ছাত্র স্নাতক ডিগ্রী অর্জন করেছে এবং তাদের মধ্যে ২৬ জন স্নাতক বিএইসিতে নিযুক্ত হয়েছে। তিনি বুয়েটের মতো এখানকার ঢাকা এবং অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ে পরমাণু বিজ্ঞান কোর্স চালু করার জন্য রোসাটমের সাথে সহযোগিতার বিষয়টি নিয়ে আলোচনার আশ্বাস দেন।
এএসই-এর যোগাযোগ বিভাগের বিশেষজ্ঞ নাটালিয়া গনচারোভা বলেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্প নির্মাণ সম্পন্ন হলে প্রকল্প পরিচালনার জন্য উচ্চমানের ২,৫০০-৩,০০০ বিশেষজ্ঞের কর্মসংস্থান হবে। এছাড়াও বিদ্যুৎ কেন্দ্রে পরোক্ষভাবে আরো ১০ হাজার মানুষের কর্মসংস্থান হবে।
তিনি বলেন, আরএনপিপি চালু হলে বাংলাদেশ দেড় মিলিয়নেরও বেশি পরিবারকে সাশ্রয়ী ও পরিচ্ছন্ন বিদ্যুৎ শক্তি সরবরাহ করতে সক্ষম হবে।
সেমিনারে ঈশ্বরদীতে অবস্থানরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ গ্রহণ করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!