ঈশ্বরদী পৌর সভার প্রায় ৮৬ কোটি টাকার বাজেট ঘোষণা
——–
ঈশ্বরদীকে মডেল শহরে পরিণত করতে চাই– মেয়র ইছাহক আলি মালিথা
——
মুনমুন আক্তার।।
ঈশ্বরদী পৌর সভার মেয়র ইছাহক আলি মালিথা বলেছেন, প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা দেশরত্ন শেখ হাসিনা’র সরকার দেশকে উন্নয়নের মহাসড়কে তুলে এনেছেন। তারই একজন সহযোদ্ধা হিসেবে ঈশ্বরদী পৌর সভাকে আত্মনির্ভরশীল ও স্বয়ংসম্পূর্ণ মডেল শহরে পরিণত করতে চাই। তিনি এজন্য পৌরবাসীকে সচেতন হওয়ার আহবান জানিয়ে সার্বিক সহযোগীতা কামনা করেন।
আজ ২৬ জুন’২২ বিকেলে পৌরসভা মিলনায়তনে ২০২২-২৩ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট ঘোষণা ও বাজেটের ওপর আলোচনার জন্য আয়োজিত সভায় সভাপতির ভাষণে একথা গুলো বলেন।
ঈশ্বরদী পৌর সভার হিসাব রক্ষন কর্মকর্তা মোঃ তাইবুর রহমান খসড়া বাজেট উপস্থাপন করেন।
বাজেটে ২০২২-২৩ অর্থ বছরে আয় দেখানো হয়েছে ৮৫ কোটি ৫৯ লক্ষ ৪৫ হাজার ৪ শ ৯৭ টাকা।
ব্যয়ও ধরা হয়েছে সমপরিমাণ।
পৌর নির্বাহী অফিসার বাজেট সম্পর্কিত বিভিন্ন বিষয়ে ব্যাখ্যা প্রদান ও সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন।
ঈশ্বরদী প্রেসক্লাবের সাবেক সভাপতি মোস্তাক আহমেদ কিরণ, সাবেক সভাপতি ও সাপ্তাহিক জংসন সম্পাদক এস এম রাজা, ঈশ্বরদী প্রেসক্লাবের সভাপতি স্বপন কুমার কুন্ডু, সাপ্তাহিক চেতনায় ঈশ্বরদী’র সম্পাদক ফজলুর রহমান ফান্টু,
সাপ্তাহিক ঈশ্বরদী’র সম্পাদক সেলিম সরদার, ঈশ্বরদী পৌর সভার প্যানেল মেয়র আবুল হাশেম প্রমূখ আলোচনায় অংশগ্রহণ করেন। আলোচনাসভায় কাউন্সিলরবৃন্দ, কর্মকর্তা কর্মচারী বৃন্দ, বিভিন্ন পত্রিকার সম্পাদক ও সাংবাদিক উপস্থিত ছিলেন।