ঈশ্বরদী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মাসুদ রানা গ্রেফতার
—–
স্টাফ রিপোর্টার।। ঈশ্বরদী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মাসুদ রানা(৪২) কে গ্রেফতার করেছে ঈশ্বরদী থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে ২২ সেপ্টেম্বর’২৪ রাত আনুমানিক দেড়টার সময় ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ শহীদুল ইসলাম শহীদের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল ঈশ্বরদী পৌর এলাকার পিয়ারপুরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হয় বলে থানা সূত্র জানায়। স্বেচ্ছাসেবক লীগ নেতা মাসুদ রানা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্র জনতার মিছিলে স্বশস্ত্র হামলা মামলার এজাহার নামীয় আসামি।