ঈশ্বরদীতে সাপের কামড়ে ১ ব্যাক্তির মৃত্যু
স্টাফ রিপোর্টার।। ঈশ্বরদীতে সাপের কামড়ে টিপু শেখ (৫৫) নামক এক ব্যাক্তি মৃত্যু বরন করেছে। সে ঈশ্বরদী পৌর এলাকার পাতিলাখালি গ্রামের মৃত রহমান শেখের ছেলে।
পারিবারিক সূত্রে জানাগেছে, গত ১৯ সেপ্টেম্বর’২৪ রাত সাড়ে ১২ দিকে নিজ ঘরে বিছানায় ঘুমন্ত অবস্থায় একটি বিষাক্ত শাপ টিপু শেখ এর হাতে কামড় দেয়। এতে টিপুর ঘুম ভেঙে যায় এবং সাপ ও হাতে ছোবলের দাগ দেখতে পায়। ততক্ষণে তার শরীরে ভীষণ জ্বালা পোড়া শুরু হয়। টিপু শেখ এসময় সাপ সাপ বলে চিৎকার শুরু করলে পাশের ঘর থেকে তার ভাইয়েরা এসে শাপটিকে দেখতে পেয়ে মেরে ফেলে এবং টিপুকে পার্শ্ববর্তী এক ওঝার কাছে নিয়ে যায়। পরিস্থিতি দেখে ওঝার নিয়ন্ত্রণের বাইরে বলে জানিয়ে দেয়। এরপর তার ভাইয়েরা টিপুকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ৮টার দিকে সে মৃত্যু বরন করে। মৃত টিপুর ঘরে বেশ কয়েক দিন থেকে সাপের আনাগোনা লক্ষ্য করে টিপু। বিষয়টি টিপুর কাছে জানতে পেরে সাপটিকে খোজাখুজিও করে টিপুর ভাইয়েরা কিন্তু সাপের কোন হদিস পায়না। বিষয়টি টিপু ও পরিবারের মধ্যে আতংক সৃষ্টি করে। সাবধানে থাকার পরও শেষ পর্যন্ত দূর্ঘটনা ঘটে গেল। টিপুর এই অপ্রত্যাশিত মৃত্যুতে পরিবার ও প্রতিবেশীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।