ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় সাইকেল আরোহী নিহত
স্টাফ রিপোর্টার।। আজ ১৮ সেপ্টেম্বর’২৪ বেলা সাড়ে ১১টায় ঈশ্বরদী-রাজশাহী মহা সড়কের ভাদুর বটতলার নিকট অটোরিকশার ধাক্কায় ইছাহক আলী শেখ (৬৩)নামক এক সাইকেল আরোহী নিহত হয়েছে। সে ঈশ্বরদীর সাঁড়া ইউনিয়নের মাজদিয়া স্কুল পাড়ার মৃত আইজুদ্দীনের ছেলে।
জানাগেছে, নিহত ইছাহক আলী বয়স্ক ভাতার জন্য সাঁড়া ইউনিয়ন পরিষদে সাক্ষাৎকার দিয়ে বাড়ি ফেরার সময় উল্লেখিত স্হানে একটি অটোরিকশা সজোরে ধাক্কা দিলে ছিটকে রাস্তায় পড়ে মাথা ও শরীরে প্রচন্ড আঘাত পায়। স্হানীয় লোকজন তাকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তার অবস্থা আশংকা জনক হওয়ায় তাৎক্ষণিক রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্হানান্তর করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে মৃত্যু বরন করে।
এব্যাপারে ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ ইন্সপেক্টর শহীদুল ইসলাম শহীদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের পরিবার চাইলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।