ঈশ্বরদীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতবাড়ী পুড়ে ভস্মীভূত, ক্ষতি প্রায় ৩০ লাখ টাকা
ঈশ্বরদী(পাবনা)উপজেলা সংবাদদাতা।। আজ ১৮ সেপ্টেম্বর’২৪ সকালে ঈশ্বরদী উপজেলার ছলিমপুর ইউনিয়নের চরমিরকামারী মাথালপাড়ার আফজাল হোসেনের বাড়ীতে সংঘটিত ভয়াবহ অগ্নিকান্ডে ৫ টি বসত ঘর, ১টি গোয়ালঘর ও ১ টি রান্নাঘর পুড়ে সম্পূর্ণরুপে ভশ্মিভূত হয়েছে। এতে নগদ অর্থ, স্বর্ণ, আসবাবপত্রসহ ক্ষতি সাধীত হয়েছে আনুমানিক ৩০ লক্ষ টাকা।
জানাগেছে, সকাল রান্নাঘরে ইলেকট্রিক জগে ডিম সিদ্ধ করার সময় বৈদ্যুতিক সর্ট সার্কিট হয়ে আগুনের সূত্র পাত ঘটে এবং পাশেই থাকা গ্যাস সিলিন্ডারে আগুন লেগে বিস্ফোরিত হয়ে আগুনের লেলিহান শিখা সমস্ত ঘরে ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতা এতটাই ভয়াবহ ছিল যে মুহূর্তের মধ্যে ৫ টি বসতঘর, ১ টি রান্নাঘর ও ১ টি গোয়াল ঘর পুড়ে ভস্মীভূত হয়।
ঘটনার পরপরই ঈশ্বরদী ফায়ার সার্ভিসকে সংবাদ দেয়া হয় এবং তারা ৫০ মিনিটের মধ্যে ঘটনাস্হলে পৌঁছালেও ততক্ষণে সব পুড়ে শেষ হয়ে যায়। তবে তারা পার্শবর্তী বাড়ীতে যাতে আগুন হানা দিতে না পারে সেজন্য জলন্ত আগুন নিয়ন্ত্রণে আনে।
এদিকে আকস্মিক এ দূর্ঘটনার কারণে আফজাল হোসেনের গোটা পরিবার নিঃস্ব হয়ে পথে বসে গেছে। খোলা আকাশের নীচে এখন তাদের অবস্থান। সরকারিভাবে এসংবাদ লেখা পর্যন্ত তাদের পাশে কেউ দাঁড়ায়নি তবে জামায়াতে ইসলামীর পাবনা জেলা আমীর অধ্যাপক আবু তালেব মন্ডল ঘটনাস্থলে গিয়ে ক্ষতিগ্রস্হদের সমবেদনা জানান এবং সাধ্যমত আর্থিক সহায়তা করেছেন বলে জানাগেছে।
প্রেরকঃ এস এম রাজা, ঈশ্বরদী, পাবনা।