এস এম দীপ্ত।। আজ ৯ সেপ্টেম্বর (বুধবার)সকালে ঈশ্বরদী উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাধ্যমে প্রাপ্ত চলতি খরিপ মৌসুমে ক্ষতিগ্রস্হ ২ হাজার কৃষককে বিনা মূল্যে শাক সবজীর বীজ প্রদান করা হয়েছে।
সকালে উপজেলা উদ্যান নার্সারিতে আয়োজিত এই বীজ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈশ্বরদী উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) আব্দুস ছালাম খান। ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার পিএম ইমরুল কায়েস এর সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল লতিফ। পরে কৃষকদের মাঝে বীজ প্রদান করা হয়। চলতি অর্থবছরে খরিফ মৌসুমে ক্ষতিগ্রস্হ কৃষকদের ক্ষয়ক্ষতি পুষিয়ে নিতে ঈশ্বরদী উপজেলার ২ হাজার কৃষককে বিভিন্ন ধরনের শাক সবজির বীজ প্রদান করা হয়েছে। ইউনিয়ন ওয়ারী বীজ প্রাপ্ত কৃষকের সংখ্যা হচ্ছে সাঁড়ায় ২শ জন, পাকশী ১শ৫০জন,সলিমপুর ১ শ৫০জন, সাহাপুর ২’শ জন, লক্ষিকুন্ডা ৮শ জন, দাশুড়িয়ায় ১শ৫০ জন,মুলাডুলি ২শ জন ও পৌরসভায় ১শ জন। প্রদানকৃত বীজের মধ্যে রয়েছে প্রতি জনের জন্য লাল শাক ৫০ গ্রাম, ডাটা শাক ৫০ গ্রাম, কলমি শাক ৫০ গ্রাম, মুলা শাক ১০০ গ্রাম, পুঁইশাক ৫০ গ্রাম, পালং শাক ১০০ গ্রাম, শসা হাইব্রিড ৩ গ্রাম, লাউ হাইব্রিড ৫ গ্রাম, মিষ্টি কুমড়া হাইব্রিড ৫ গ্রাম, করোলা হাইব্রিড ১০ গ্রাম, মরিচ হাইব্রিড ২ গ্রাম , বরবটি হাইব্রিড ১০ গ্রাম,ও সিম ৫০ গ্রাম।