ঈশ্বরদীতে জংশন ডিডিপি গুরুআশ্রমে মতবিনিময় সভা অনুষ্ঠিত
মুনমুন আক্তার।। আজ ১২ ডিসেম্বর’২৪ বিকেলে ঈশ্বরদীর জংশন ডিডিপি গুরুআশ্রমে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
জংশন সম্পাদক ও ডিডিপি গুরু আশ্রমের চেয়ারম্যান,ঈশ্বরদী প্রেসক্লাবের সাবেক সভাপতি, সিনিয়র সাংবাদিক কবি কলামিস্ট গীতিকার সুরকার সংগঠক সমাজ সেবক ও শিল্পী সূফী সাধক গুরুজী এস এম রাজা’র সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালপুর ডিগ্রী ও অনার্স কলেজের অধ্যক্ষ বাবুল আক্তার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালপুর ডিগ্রী ও অনার্স কলেজের সহকারী অধ্যাপক মোঃ হাসানুজ্জামান, সহকারী অধ্যাপক সঞ্জয় কুমার দাস,প্রভাষক ফরহাদ উজ জামান ও প্রভাষক মোঃ শাহজাহান আলী।
স্বাগত বক্তব্য দেন সাপ্তাহিক জংশনের স্টাফ রিপোর্টার ও ডিডিপির মহিলা বিষয়ক পরিচালক ইলমাতুল ইসলাম রূপা। সঞ্চালনায় ছিলেন সাপ্তাহিক জংশনের স্টাফ রিপোর্টার ও ডিডিপির দপ্তর বিষয়ক পরিচালক কবি মুনমুন আক্তার।
মতবিনিময় সভায় জংশন ডিডিপি গুরু আশ্রমের বিগত দিনের কার্যক্রম পর্যালোচনা করে অতিথিবৃন্দ ভুয়সী প্রশংসা এবং সব সময় পাশে থাকার প্রতিশ্রুতি ব্যাক্ত করেন। পরে কবি এস এম রাজা’র কাব্য গ্রন্থ যদি কখনও, কবিতা গুচ্ছ, অদ্ভুত প্রেম ও স্বপ্ন দেখিসহ ৪টি কাব্যগ্রন্হ গোপালপুর ডিগ্রী ও অনার্স কলেজে প্রদান করেন।