ঈশ্বরদীতে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, হত্যার অভিযোগ
ঈশ্বরদী উপজেলা সংবাদদাতা।। ঈশ্বরদীর পাকশী ইউনিয়নের চররূপপুর গ্রাম থেকে জেরিন খাতুন(২০) নামের এক গৃহবধুর লাশ উদ্ধার করেছে ঈশ্বরদী থানা পুলিশ। মৃত জেরিন আব্দুল্লাহর স্ত্রী এবং ১ বছর বয়সী একটি পুত্র সন্তানের জননী। গত ১৯ সেপ্টেম্বর’২৪ দুপুর ২ টার দিকে নিজ বাড়ী থেকে পুলিশ লাশটি উদ্ধার করে।
জানাগেছে, ঈশ্বরদী পৌর এলাকার ইস্তা গ্রামের ডাবলু হোসেনের তৃতীয় মেয়ে জেরিন উল্লেখিত এলাকার আজাদের ছেলে আব্দুল্লাহর সাথে প্রেম করে বিয়ে করে। অনিচ্ছা সত্ত্বেও জেরিনের পরিবার এবিয়ে মেনে নিয়ে আনুষ্ঠানিকতা করে জেরিনকে শশুর বাড়ী পাঠায়। এরপর থেকেই গত ২ বছর যাবৎ জেরিনের স্বামী ও পরিবারের লোকজন বিভিন্ন অজুহাতে তাকে মারধর করতো। এনিয়ে অনেক শালিস দরবারও হয়েছে। তারপরও একই ঘটনা ঘটতে থাকলে জেরিন বাবার বাড়ি চলে আসে। আবারও অনুনয় বিনয় করে গত প্রায় ১৫ দিন আগে আব্দুল্লাহ তার স্ত্রী জেরিনকে নিজ বাড়ীতে নিয়ে যায়। বাবার বাড়ী থেকে স্বামীর বাড়ী যাবার মাত্র ১৫ দিনের মাথায় ঐদিন জেরিনের ঝুলন্ত লাশ দেখতে পান প্রতিবেশীরা। তারা ঝুলন্ত লাশটি নীচে নামিয়ে পুলিশে খবর দেন। এসময় জেরিনের লাশ ব্যাতিত ঐ বাড়ীর কেউ বাড়ীতে ছিল না।
সংবাদ পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে এবং ময়নাতদন্তের পর স্বজনদের কাছে হস্তান্তর করে।
এদিকে জেরিনের বাবাসহ আত্মীয় স্বজন অভিযোগ করেছেন যে, জেরিনকে হত্যা করে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করা হয়েছে।
ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ শহীদুল ইসলাম শহীদ জানিয়েছেন, লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এলে আইনী পদক্ষেপ গ্রহন করা হবে।