এস এম দীপ্ত, ইয়াসিন আরাফাত ও সাঈদ হাসান লিমন।। নির্ভেজাল উষ্ণ ভালোবাসা ও সংবর্ধনায় নয়া এমপি পাবনা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস’কে বরণ করে নিলেন ঈশ্বরদী-আটঘরিয়ার সর্বস্তরের জনগণ । গত ৭ অক্টোবর’২০ জাতীয় সংসদ ভবনে স্পিকার ড. শিরীন শারমিনের কাছে শপথ গ্রহণ করার মধ্য দিয়ে তার এমপি হিসেবে যাত্রা শুরু হল। গত প্রায় এক সপ্তাহ তিনি ঢাকার বিভিন্ন মন্ত্রনালয় দপ্তর অধিদপ্তরের মন্ত্রী সচিব এবং দপ্তর প্রধানদের সাথে তার নির্বাচনী এলাকা ঈশ্বরদী-আটঘরিয়ার উন্নয়নকল্পে বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের ব্যাপারে বিশদ আলাপ আলোচনা এবং প্রতিশ্রুতি গ্রহণ করে গতকাল ঈশ্বরদীতে ফিরলে সর্বস্তরের জনতা তাকে সংবর্ধনা জ্ঞাপন করেন। তার এলাকায় আগমন উপলক্ষে ঈশ্বরদী থেকে মুলাডুলি পর্যন্ত দীর্ঘ সড়কে অসংখ্য তোরণ নির্মাণ করা হয় তার ভক্ত অনুরাগী দলীয় ও অনুসারীদের পক্ষ থেকে। নয়া এমপি আলহাজ্ব রহমান বিশ্বাসের এলাকায় শপথ গ্রহণের পর আগমন উপলক্ষে আলাদা ধরনের প্রাণচাঞ্চল্য ভাবাবেগ লক্ষ করা গেছে তার ভালোবাসার মানুষদের মধ্যে।