সংবাদ সম্মেলনে অভিযোগ
কৃষিতে পুরস্কারজয়ী নুরুন্নাহারের ছেলের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ!
ঈশ্বরদী (পাবনা) থেকে: পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পে কর্মরত বিদেশিদের আবাসন গ্রিনসিটিতে মজুরি ভিত্তিতে চাকরি দেওয়ার প্রলোভনে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে রায়হান কবির হিরক নামে এক ব্যক্তির বিরুদ্ধে।
শনিবার দুপুরে ঈশ্বরদী প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন প্রতারণার শিকার বেশ কয়েকজন ব্যক্তি। এতে প্রতারণার শিকার ব্যক্তিরা প্রতারক হিরকে দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।
সংবাদ সম্মেলনে তাঁরা জানান, হিরক চাকরি দেয়ার নাম করে মূলত আমাদের কাছ থেকে টাকা নেয়। টাকা দেয়ার পর থেকে সে প্রতারণা করতে থাকে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন রাজিব পাটোয়ারী নামে এক ভুক্তভোগী। সংবাদ সম্মেলনে রাজিব ছাড়া আরও কয়েকজন ভুক্তভোগী উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে রাজিব জানান, ৮ মাস আগে বঙ্গবন্ধু জাতীয় কৃষি পদক পাওয়া নুরুন্নাহার বেগমের (এআইপি) ছেলে আমাকে গ্রিনসিটিতে উচ্চ বেতনে চাকুরি দেওয়ার নাম করে যোগদান ও মেডিকেল করার নাম করে ৪০ হাজার টাকা নেয়। এরপর থেকে সে আমার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেয়। পরে জানতে পেরেছি সে একাধিক ব্যক্তির সঙ্গে প্রতারণা করে টাকা নিয়েছে।
তিনি আরও বলেন, চাকরি না হাওয়ায় টাকা ফেরত পাওয়ার জন্য অনুরোধ করেন তিনি। এতে প্রায় ৬ মাসের বেশি সময় অতিবাহিত হলেও টাকা ফেরত দেননা হিরক। আমি কোনো উপায়অন্ত না পেয়ে কয়েকদিন পর তার বাড়ীতে টাকা চাইতে গেলে, প্রথম প্রথম ভালো ব্যবহার করলেও কিছুদিন পর থেকে হিরক ও তাঁর মা দুর্ব্যবহার এবং হুমকি ধামকি দিচ্ছে তাঁকে।
সংবাদ সম্মেলনে এরকম বেশ ক’জন ব্যক্তি তার বিরুদ্ধে ধোঁকা দিয়ে টাকা হাতিয়ে নেয়ার কথা জানিয়েছে। তার খপ্পরে পড়া এমনি একজন শাহিন। তিনি জানান, গ্রিনসিটিতে চাকরি দেয়ার নামে ২০ হাজার টাকা নেয় হিরক। একইভাবে কাদেরুজ্জামান নামে এক ব্যক্তি জানায়, তাঁর কাছ থেকে ৫০ হাজার টাকা নিয়েছে। আমি আমার ফুফাতো ভাইকে চাকরি দেব বলে টাকা দিয়েছিলাম।
সংবাদ প্রতারণার শিকার ব্যক্তিরা অভিযোগ করেন, ৪১ জনের কাছ থেকে হিরক ১৭ লাখ ৫৬ হাজারা টাকা নিয়েছিল। বর্তমানে সে টাকা দেয়ার ভয়ে গা-ঢাকা দিয়েছে।
শাহিদা সুলতানা নামে এক গৃহিণীর অভিযোগ, তার স্বামীকে চাকরি দেওয়ার কথা বলে ৩০ হাজার টাকা হাতিয়ে নিয়েছে। প্রতারণার শিকার হয়ে অনেকে পরিবার এখন নিঃস্ব হয়েছে বলে মন্তব্যে করেছেন তিনি।
অভিযোগের ব্যাপারে জানতে রায়হান কবির হিরকের ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগ করা হলে সেটি বন্ধ পাওয়া যায়।
তারিখ: ১৯/১১/২০২২ খ্রিঃ,।