স্টাফ রিপোর্টার।।
বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল ঈশ্বরদী পৌর শাখার কমিটি ঘোষণা করা হয়েছে। শনিবার (১০ সেপ্টেম্বর) পাবনা জেলা কৃষক দলের আহবায়ক শফিউল আলম শফি স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে ঈশ্বরদী পৌর কৃষকলীগের ৫১ সদস্য বিশিষ্ট এ কমিটি ঘোষণা করা হয়। এ কমিটির সভাপতি আলমগীর হোসেন আলম ও সাধারণ সম্পাদক আজগর হোসেন মুকুল।
সদ্য ঘোষিত ঈশ্বরদী পৌর কৃষকদলের সভাপতি আলমগীর হোসেন আলম জানান, পাবনা জেলা কৃষকদলের নেতৃবৃন্দ এ কমিটি ঘোষণা করেছেন। পাবনা জেলা বিএনপির আহবায়ক ও বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের নেতৃত্বে কৃষকদলের এ কমিটির সকল নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ।
পাবনা জেলা কৃষকদলের আহবায়ক শফিউল আলম শফি জানান, দলীয় সিদ্ধান্ত অনুযায়ী ঈশ্বরদী পৌর কৃষকদলের কমিটির অনুমোদন করা হয়েছে। সদ্য ঘোষিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে কৃষকদল আরো গতিশীল ও শক্তিশালী হবে বলে আশা করছি।