পাবনা-৪ আসনে মনোনয়নপত্র জমা দিলেন ৮ সংসদ সদস্য পদ প্রার্থী
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি।।
আগামী ১২ ফেব্রুয়ারী’২৬ অনুষ্ঠিতব্য আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য পাবনা-৪ (ঈশ্বরদী–আটঘরিয়া) আসনে বিএনপি-জামায়াত, জাতীয় পার্টি, সিপিবি, নাগরিক ঐক্য ও স্বতন্ত্রসহ ৮ জন সংসদ সদস্য পদপ্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। রোববার (২৯ ডিসেম্বর’২৫) দুপুরে পাবনা জেলা প্রশাসক শাহেদ মোস্তফা এবং ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার আরিফুর রহমানের কাছে তারা মনোনয়ন পত্র জমা দেন।
যেসকল প্রার্থীরা মনোনয়ন পত্র জমা দিয়েছেন তারা হলেন, ধানের শীষের প্রার্থী পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, দাঁড়িপাল্লা প্রতিকের জেলা জামায়াতের আমির অধ্যাপক আবু তালেব মন্ডল, স্বতন্ত্র প্রার্থী জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক এমপি সিরাজুল ইসলাম সরদার, পাবনা জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টু, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী যুব আন্দোলনের জেলা পশ্চিম সভাপতি মাওলানা আনোয়ার হোসেন ফরিদী,
জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ও ঈশ্বরদী উপজেলা শাখার সাবেক যুগ্ন সম্পাদক সাইফুল আজাদ মল্লিক বিপ্লব, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির ঈশ্বরদী উপজেলা সাধারণ সম্পাদক সোহাগ হোসেন, নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কমিটির অর্থ সম্পাদক ও নারী ঐক্যের কেন্দ্রীয় আহবায়ক শাহনাজ হক।
ঈশ্বরদী উপজেলা নির্বাচন অফিসার শামসুন্নাহার ভূঁইয়া জানান, রোববার (২৮ ডিসেম্বর) পর্যন্ত মোট ৯টি মনোনয়ন ফরম বিতরণ করা হয়েছে। এর মধ্যে পাবনা ও ঈশ্বরদীতে ৮টি মনোনয়ন ফরম জমা পড়েছে। প্রার্থীরা উৎসবমুখর পরিবেশে মনোনয়ন পত্র জমা দিয়েছেন। “আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সুসম্পন্ন করতে নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করা হবে।
শান্তিপূর্ন পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
প্রেরকঃ এস এম রাজা, ঈশ্বরদী, পাবনা। ০১৭১১৪৬১৯৫৬