ঈশ্বরদীতে ধান ক্ষেত থেকে যুবকের লাশ উদ্ধার
ঈশ্বরদী(পাবনা)প্রতিনিধি।। ঈশ্বরদীতে মেহেদী হাসান(২৫) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে ঈশ্বরদী থানাপুলিশ।
সে ঈশ্বরদী পৌর এলাকার অরনকোলা গ্রামের বক্কার জোয়ার্দার এর ছেলে।
সংবাদ পেয়ে ঈশ্বরদী থানা পুলিশ আজ সোমবার(২৯ ডিসেম্বর’২৫) দুপুরে ঈশ্বরদী-পাবনা সড়কের পাশে হারুখালী ধানের ক্ষেত থেকে মাটিতে মুখ গোঁজা অবস্থায় মেহেদীর লাশ উদ্ধার করে।
ঈশ্বরদী থানার উপ-পরিদর্শক আব্দুল লতিফ জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে সুরুত হাল রিপোর্ট প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য লাশ পাবনা মর্গে প্রেরণ করা হয়েছে । লাশের শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ধস্তাধস্তির একপর্যায়ে কাদামাটিতে ঠেসে ধরে শাস রোধ করে হত্যা করা হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট এলে কিভাবে হত্যা করা হয়েছে তা নিশ্চিত হওয়া যাবে।
এলাকাবাসী ও পুলিশের ধারণা গভীররাতে দুর্বৃত্তরা তাকে ধরে এনে হত্যা করেছে। তবে কি কারনে হত্যা করা হয়েছে তা পরিবারসহ কেউ-ই বলতে পারছে না। নিহত মেহেদী একজন দিনমজুর ছিল।
এসংবাদ লেখা পর্যন্ত থানায় মামলা দায়ের করা হয়নি তবে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে এবং হত্যা রহস্য উদঘাটনের জোর প্রচেষ্টা চালানো হচ্ছে বলে থানা সূত্র জানিয়েছে।
প্রেরকঃ এস এম রাজা, ঈশ্বরদী, পাবনা। ০১৭১১৪৬১৯৫৬