কৈকুন্ডায় ওরশ মোবারক অনুষ্ঠিত
——
স্টাফ রিপোর্টার।। ঈশ্বরদী উপজেলার লক্ষ্মিকুন্ডার কৈকুন্ডায় রিপন ভান্ডারী দরবার শরীফে ওরশ মোবারক অনুষ্ঠিত হয়েছে।
গত ১৫ ডিসেম্বর’২৫ রিপন ভান্ডারীর গুরুর নিকট হতে খেলাফত প্রাপ্তি দিবস উপলক্ষ্যে ৫ম তম এই ওরশ মোবারকের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ওরশ মোবারকের শুভ উদ্বোধন করেন ঈশ্বরদী প্রেসক্লাবের সাবেক সভাপতি, সাপ্তাহিক জংশন সম্পাদক, ডিডিপি ও গুরুআশ্রমের চেয়ারম্যান, সিনিয়র সাংবাদিক কবি কলামিস্ট গীতিকার সুরকার সমাজ সেবক সংগঠক ও শিল্পী সূফী সাধক গুরুজী এস এম রাজা।
দরবারের গদিনশিন পাগল খাজা রিপন ভান্ডারীর সভাপতিত্বে এবং ওস্তাদ মুকুল হোসনের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাকরেগাড়ী কাদরিয়া দরবার শরীফের পীর সাহেব কবি রজব আলী ভিন্নবাবা, লক্ষ্মিকুন্ডা আকাতুল্লাহ মণি দরবার শরীফের প্রধান খাদেম শিল্পী ডাঃ ইউনুস আলী। পরে ভক্তিগীতি পরিবেশন করেন শিল্পী এস এম রাজা, ডাঃ ইউনুস, মুকুল, প্রার্থ, শিরিন সরকার, রুমানা সরকার, সোনিয়া ভান্ডারী, পলি ভান্ডারী, ডলি সরকার প্রমুখ। এর আগে আশেকান জাকেরান ও সুধীবৃন্দের মধ্যে তবারক বিতরণ করা হয়। গভীর রাত অবধি আশেকান, জাকেরান ও ভক্ত সুধি অনুষ্ঠান উপভোগ করেন।