শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ০৫:০৬ পূর্বাহ্ন

ঈশ্বরদীতে অ্যাম্বুলেন্স থেকে মদ উদ্ধার।। আটক ৩

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫

ঈশ্বরদীতে অ্যাম্বুলেন্স থেকে মদ উদ্ধার।। আটক ৩

,ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি।।

ঈশ্বরদীতে বিশেষ অভিযান চালিয়ে একটি অ্যাম্বুলেন্স ব্যবহার করে দেশীয় মদ পরিবহনের সময় তিনজনকে আটক করেছে পুলিশ। এ সময় অ্যাম্বুলেন্সের ভেতর থেকে বিপুল পরিমাণ দেশীয় মদ ও একটি স্মার্ট মোবাইল ফোন জব্দ করা হয়। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিষয়টি সাংবাদিকদের অবহিত করে পুলিশ।

আটককৃতরা হলেন- পাবনা শহরের শালগাড়িয়া এলাকার মৃত আনোয়ার হোসেনের ছেলে মোরশেদ হাসান কিরণ (৩১), একই এলাকার জালাল শেখের ছেলে রাজ শেখ (৩০) এবং পাবনার সুজানগর উপজেলা র আন্ধারকোট গ্রামের শ্রী মাধাই শীলের ছেলে শ্রী প্রশান্ত শীল (২২)।

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (১৫ ডিসেম্বর) রাতে ঈশ্বরদী থানার উপপরিদর্শক (এসআই) মো. রাসেল হোসেন সঙ্গীয় ফোর্স এএসআই (নিঃ) মো. আব্দুর রাজ্জাক, মো. বাবলু মোল্লা ও মো. রায়হান মিয়াসহ মাদকদ্রব্য উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনা করেন।

রাত ২টা ৪০ মিনিটে ঈশ্বরদীর সাহাপুর ইউনিয়নের নতুনহাট গোল চত্ত্বরে চেকপোস্ট ডিউটি চলাকালে গ্রিনসিটি থেকে পাবনাগামী একটি সাদা রঙের অ্যাম্বুলেন্সে (ঢাকা মেট্রো-চ-৫১-১৮৯০) সন্দেহ হলে সেটি থামানো হয়। ঘটনাস্থলে উপস্থিত লোকজনের সামনে বৈদ্যুতিক বাতি ও টর্চলাইটের আলোতে তল্লাশি চালানো হয়।

এ সময় অ্যাম্বুলেন্সের ড্রাইভিং সিটে থাকা রাজ শেখ কে জিজ্ঞাসাবাদ ও দেহ তল্লাশি করা হয়। জিজ্ঞাসাবাদে তারা অ্যাম্বুলেন্সযোগে মাদকদ্রব্য পরিবহনের কথা স্বীকার করেন।

পরে অ্যাম্বুলেন্সের রোগী পরিবহনের সিটের নিচ থেকে ৪টি কাচের বোতল দেশীয় মদ (প্রতিটিতে “ORIGINAL BREW HUNTER BEER” লেখা, ৩৩০ এমএল), ৩টি টিনের ক্যান দেশীয় মদ (প্রতিটিতে “PREMIUM QUALITY HUNTER BEER” লেখা, ৩৩০ এমএল) এবং ১টি সাদা প্লাস্টিকের বোতল (CAREW’S Gold Riband Gin, ৭৫০ এমএল) উদ্ধার করা হয়। এছাড়াও একটি স্মার্ট মোবাইল ফোন জব্দ করা হয়।

আসামিরা পুলিশকে জানায়, পাবনার সাঁথিয়ার সহযোগী আসামি তুষারের সহায়তায় তারা পরস্পর যোগসাজশে এসব দেশীয় মদ ক্রয় করে বিক্রয়ের উদ্দেশ্যে পরিবহন করছিল।

ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মমিনুজ্জামান জানান, আটক তিনজন ও পলাতক সহযোগী আসামির বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ২৪(ক)/৩৮/৪১ ধারায় মামলা রুজু করে আদালতের মাধ্যমে পাবনা জেলহাজতে পাঠানো হয়েছে। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!