ঈশ্বরদীতে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ
স্টাফ রিপোর্টার।। ঈশ্বরদীতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। সোমবার (১৫ ডিসেম্বর’২৫) ঈশ্বরদী উপজেলা কৃষি অফিসারের কার্যালয় চত্বরে এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার মো: আরিফুর
রহমান সাকি।
উপজেলা কৃষি অফিসার আব্দুল মমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন ঈশ্বরদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম ফজলুর রহমান, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা আকলিমা খাতুন প্রমুখ।
২শ জন কৃষকের মাঝে ৫কেজি ধানের বীজ, ১০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি সার এবং ৯শ ৪০ জন কৃৃষককে ২ কেজি করে হাইব্রিড ধান বীজ বিতরণ করা হয়।