পাবনার নবাগত পুলিশ সুপার আকস্মিক পরিদর্শণ করলেন ঈশ্বরদী থানা ও চরাঞ্চল
স্টাফ রিপোর্টার।।
গত ১ ডিসেম্বর ২০২৫ .পাবনা জেলার নবাগত পুলিশ সুপার মোঃ আনোয়ার জাহিদ আকস্মিকভাবে ঈশ্বরদী থানা পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি থানার সার্বিক প্রশাসনিক কার্যক্রম, ডিউটি ব্যবস্থাপনা, তদন্ত কার্যক্রমের অগ্রগতি এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যালোচনা করেন।
তিঁনি থানার পরিস্কার-পরিচ্ছন্নতা, হাজতখানা, অস্ত্রাগার, ডিউটি রেজিস্টার, বিট পুলিশিং কার্যক্রমসহ সামগ্রিক কার্যক্রম পরিদর্শন করেন। পুলিশ সুপার তথ্যপ্রযুক্তিনির্ভর পুলিশিং, কমিউনিটি পুলিশিং ও জনগণের আস্থা অর্জনে কার্যকর উদ্যোগ গ্রহণের জন্য উপস্থিত কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন এবং পরিদর্শন বইতে স্বাক্ষর করেন এবং ঈশ্বরদী থানার অন্তর্গত অপরাধ প্রবণ এলাকা লক্ষিকুন্ডা চরাঞ্চল সরজমিনে ঘুরে দেখেন।
এসময় উপস্থিত ছিলেন মোঃ রেজিনুর রহমান , অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম এন্ড অপস্), পাবনা। প্রণব কুমার , অতিরিক্ত পুলিশ সুপার(ঈশ্বরদী সার্কেল), সাদিক আহমেদ সহকারী পুলিশ সুপার(সুজানগর সার্কেল) পাবনা, আসম আব্দুন নূর, অফিসার ইনচার্জ, ঈশ্বরদী থানা। এছাড়াও পুলিশ পরিদর্শক তদন্ত ও বিভিন্ন ফাঁড়ির ইনর্চাজবন্দ।
পুলিশ সুপার মোঃ আনোয়ার জাহিদ ঈশ্বরদী থানায় এসে পৌঁছালে ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার ও ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ আসম আব্দুন নূর ফুলের তোড়া দিয়ে বরন ও স্বাগত জানান।
এর আগে পুলিশ সুপার মোঃ আনোয়ার জাহিদ সুজানগর থানা পরিদর্শন করেন।