বুধবার, ২৬ নভেম্বর ২০২৫, ১১:৪৭ অপরাহ্ন
সর্বশেষ ::
নামকাওয়াস্তে_প্রাণিসম্পদ_সপ্তাহ- *দিনব্যাপী আয়োজনের সরকারী মেলা দুই ঘণ্টায়ই শেষ! পাবনার নতুন পুলিশ সুপার আনোয়ার জাহিদ, শিঘ্রই যোগদান  সাঁড়ায় তুহিন চৌধুরীর অফিসে বিএনপি নেতা বাবলুর মতবিনিময় ভাঙ্গুড়ায় নিখোঁজ টেইলার্স ব্যাবসায়ীর লাশ উদ্ধার আটঘরিয়ায় জান্নাতের ভুয়া টিকিটের মেয়াদ শেষ—–হাবিবুর রহমান হাবিব  পাবনা-৪ আসনে বিএনপি প্রার্থী পরিবর্তনের দাবি জানালেন সাবেক এমপি সিরাজ সরদার রাজশাহীতে ফেসবুক, ইমো, হোয়াটস অ্যাপ হ্যাকার গ্রেফতার ধর্ম অবমাননার অভিযোগে বাউল আবুল সরকার গ্রেপ্তার ঈশ্বরদী-লালপুর আঞ্চলিক মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিক্সা চালক  নিহত সাবেক এমপি প্রিন্সের আয়কর নথি জব্দের নির্দেশ

নামকাওয়াস্তে_প্রাণিসম্পদ_সপ্তাহ- *দিনব্যাপী আয়োজনের সরকারী মেলা দুই ঘণ্টায়ই শেষ!

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫

নামকাওয়াস্তে_প্রাণিসম্পদ_সপ্তাহ-
*দিনব্যাপী আয়োজনের সরকারী মেলা দুই ঘণ্টায়ই শেষ*

স্টাফ রিপোর্টার।।

প্রাণীসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের উদ্যোগে সারাদেশের মতো ঈশ্বরদীতেও শুরু হয়েছে ‘প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৫’ ও প্রদর্শনী মেলা। বুধবার (২৬ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় পৌর শহরের ডাকবাংলো চত্বরে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরুজ্জামান।

যদিও সকাল ১০টায় মেলা শুরুর কথা ছিল, নির্ধারিত সময়ের দেড় ঘণ্টা পর উদ্বোধনী আয়োজন সম্পন্ন হয়। কিন্তু উদ্বোধনের মাত্র দুই ঘণ্টার মাথায় দিনব্যাপী ঘোষিত মেলার পর্দা নেমে যায়। পুরো আয়োজনজুড়ে সাধারণ দর্শনার্থীর উপস্থিতি ছিল প্রায় শূন্য; ছিলেন শুধু প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, কয়েকজন আমন্ত্রিত অতিথি এবং নির্দিষ্ট কিছু সাংবাদিক।

মেলায় প্রাণী প্রদর্শন ছিল না বললেই চলে, খামারিদের উপস্থিতিও ছিল নগণ্য। অনেক খামারি এসে পরিস্থিতি দেখে হতাশ হয়ে স্টল ছেড়ে চলে যান। উদ্বোধনী বক্তব্য শেষ হওয়ার আগেই কার্যত মেলারও সমাপ্তি ঘটে। এতে স্থানীয়দের মনে প্রশ্ন— “প্রাণিসম্পদ সপ্তাহে যদি প্রাণী প্রদর্শনই না থাকে, তাহলে এই মেলার উদ্দেশ্য কী?”

স্থানীয় জনসাধারণ ও সুশীল সমাজের অনেকেই অভিযোগ করে বলেন—“কোনো ধরনের প্রচার-প্রচারণা ছাড়া হঠাৎ করে মেলার আয়োজন করা হয়েছে। মানুষ জানবে না— তাহলে মেলায় যাবে কীভাবে? সরকারি বাজেট দেখানোর জন্য লোকদেখানো মেলা করা হয়েছে বলে মনে হয়।”

এ বিষয়ে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা অকলিমা খাতুন বলেন—“খুব অল্প সময়ের মধ্যে মেলার আয়োজন করতে হয়েছে। এ কারণে যথাযথ প্রচার করা সম্ভব হয়নি। দর্শনার্থী কম হওয়ায় এবং পরিস্থিতি বিবেচনায় দিনব্যাপী মেলা দুপুরের আগেই বন্ধ করতে হয়েছে। তবে সপ্তাহব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আগামীকাল থেকে মাঠ পর্যায়ে নানা কার্যক্রম চলবে এবং ২ ডিসেম্বর অংশগ্রহণকারীদের পুরস্কার প্রদান করা হবে।”

স্থানীয়রা বলছেন, ভবিষ্যতে এমন আয়োজন কাগজে-কলমে মেলা করা নয়; প্রকৃত অর্থে প্রাণিসম্পদ খাতের উন্নয়ন চাই। খামারিদের সক্ষমতা বৃদ্ধি, প্রশিক্ষণ, প্রাণীর স্বাস্থ্যসেবা— এসব বাস্তবসম্মত উদ্যোগই তাদের জন্য বেশি উপকারী।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার ও উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল মোমিন।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!