সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ০৭:৫১ অপরাহ্ন
সর্বশেষ ::
ঈশ্বরদীতে নেসকো’র প্রিপেইড মিটার বিরোধী আনন্দোলন তুঙ্গে, দ্রুত সমাধান না হলে সর্বাত্মক হরতাল ও বন্ধের হুমকি জুলাই বিপ্লবের গণহত্যায় শেখ হাসিনা ও কামালের মৃত্যুদণ্ড ঘোষণা  ঈশ্বরদী ইপিজেডে অক্সিজেন সংকটে শতাধিক নারী শ্রমিক অসুস্থ।। গুরুতর অসুস্থ ৩৫ জন হাসপাতালে ভর্তি ঈশ্বরদী পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন কার্যক্রম উদ্বোধন পদ্মা নদীর ব্যাপক চরাঞ্চল জুড়ে অপরাধ দমনে শুরু হলো ‘অপারেশন ফার্স্ট লাইট’ ঈশ্বরদীতে প্রিপেইড মিটার স্থাপন বন্ধ ও মামলা প্রত্যাহারের দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা পাবনায় বিসিকের আয়োজনে ৯ দিনব্যাপি উদ্যোক্তা মেলা শুরু জামায়াত রাজনৈতিক ফায়দা হাছিলের চেষ্টা করছে—-হাবিবুর রহমান হাবিব ঈশ্বরদীতে মানববন্ধনে ৩ দিনের মধ্যে বিদ্যুতের প্রি-পেইড মিটার স্থাপনের সিদ্ধান্ত বাতিল ও মামলা প্রত্যাহার করা না হলে বৃহত্তর আন্দোলনের হুমকি বর্ণাঢ্য আয়োজনে ঈশ্বরদীতে উদযাপন করা হলো প্রথিতযশা সাংবাদিক, কবি ও শিল্পী সূফী সাধক গুরুজী এস এম রাজা’র জন্মদিন, কবিতা পাঠ ও সুরের মেলা

ঈশ্বরদীতে নেসকো’র প্রিপেইড মিটার বিরোধী আনন্দোলন তুঙ্গে, দ্রুত সমাধান না হলে সর্বাত্মক হরতাল ও বন্ধের হুমকি

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫

ঈশ্বরদীতে নেসকো’র প্রিপেইড মিটার বিরোধী আনন্দোলন তুঙ্গে,
দ্রুত সমাধান না হলে সর্বাত্মক হরতাল ও বন্ধের হুমকি
———
ঈশ্বরদী (পাবনা) থেকে এস এম রাজা।।

পাবনার ঈশ্বরদীতে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি লিমিটেড (নেসকো)’র প্রিপেইড মিটার স্থাপনের সিদ্ধান্ত বাতিল, প্রিপেইড মিটার বিরোধী আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার, নেসকো’র ঈশ্বরদীস্থ নির্বাহী প্রকৌশলী আব্দুর নূর ও মিটার রিডার নজরুল’র অপসারণের দাবিতে আন্দোলন তুঙ্গে উঠেছে।
দিন যতই যাচ্ছে ততই নানা কর্মসূচিতে মাঠ গরম করছেন প্রিপেইড মিটার বিরোধী আন্দোলনকারীরা।
সচেতন নগরবাসী ফোরাম তাদের লাগাতার কর্মসূচির অংশ হিসেবে আজ ১৭ নভেম্বর’২৫ সকালে ঈশ্বরদী শহরে গণমিছিল করেছে। সচেতন নগরবাসী ফোরামের আহবায়ক অধ্যাপক আ ফ ম রাজিবুল আলম ইভানের নেতৃত্বে কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে মিছিল শুরু হয় এবং শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ঈশ্বরদী বাজারের ১ নম্বর গেটে গিয়ে পথসভার মধ্য দিয়ে শেষ হয়। ফোরামের সভাপতি অধ্যাপক আ ফ ম রাজিবুল আলম ইভানের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় বক্তৃতা করেন ফোরামের সাধারণ সম্পাদক রাগিব আহসান রিজভী, বিশিষ্ট কলামিস্ট সরোয়ারুজ্জামান মনা বিশ্বাস, শিল্প ও বণিক সমিতির সহ-সভাপতি আনোয়ার হোসেন জনি প্রমুখ।

অন্যদিকে সম্মিলিত নাগরিক জোটের পক্ষ থেকে একই দাবিতে লাগাতার কর্মসূচির অংশ হিসেবে কেন্দ্রীয় শহীদ মিনারে গণ অনশন কর্মসূচি পালিত হয়েছে। সম্মেলিত নাগরিক জোটের আহবায়ক মাহবুবুর রহমান পলাশ’র সভাপতিত্বে গণ অনশনে একাত্মতা ঘোষণা করে বক্তব্য দেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা, পাবনা জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিব, ঈশ্বরদী কেন্দ্রীয় গোরস্থান পরিচালনা কমিটির সভাপতি আতিয়ার রহমান, বিএনপি নেতা আমিনুর রহমান স্বপন, আতাউর রহমান পাতা, শামসুদ্দোহা পিপ্পু, শিল্প ও বনিক সমিতির সহ-সভাপতি আনোয়ার হোসেন জনি, সম্মিলিত নাগরিক জোটের সদস্য সচিব আশিকুর রহমান লুলু, ঈশ্বরদী পৌর যুবদলের আহবায়ক জাকির হোসেন জুয়েল, ঈশ্বরদী প্রেসক্লাবের সভাপতি আজিজুর রহমান শাহীন, সাবেক ভিপি ও ছাত্রদল নেতা রেজাউল করিম শাহীন, পাবনা জেলা ছাত্রদলের সহ-সভাপতি রফিকুল ইসলাম নয়ন, অনলাইন প্রেসক্লাবের সভাপতি রিফাজ বিশ্বাস লালন, নাগরিক অধিকার রক্ষা আন্দোলনের সমন্বয়ক সুলতান মাহমুদ খান প্রমুখ।
সকাল ১১ টা থেকে গণ অনশন শুরু হয় এবং বিকেল ৩টায় শেষ হয়। ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসারের পক্ষে সহকারী কমিশনার (ভূমি) মোঃ আসাদুজ্জামান ফলের জুস ও পানি পান করিয়ে যৌক্তিক আলোচনার মাধ্যমে বিরাজমান সমস্যা সমাধানের চেষ্টার আশ্বাসে গণ অনশন ভঙ্গ করান।
অনশন চলাকালে বক্তৃতার পাশাপাশি কবিতা আবৃত্তি ও গণ সংগীত পরিবেশনের মাধ্যমে নেসকো’র অনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদ জানানো হয়। ঈশ্বরদীর প্রায় ৩০টি সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ এই অনশন কর্মসূচিতে অংশ গ্রহণ করেন।
ভুক্তভোগীদের দাবি আদায় ও বিরাজমান সমস্যার নিরসন দ্রুত না হলে গণ স্বাক্ষর, সর্বাত্মক বন্ধ ও হরতাল কর্মসূচি ঘোষণার হুমকি দেয়া হয়েছে আন্দোলনকারীদের পক্ষ থেকে। বিষয়টির সমাধান অতিব জরুরি নইলে ঈশ্বরদীর জনজীবনে নেমে আসবে চরম বিপর্যয় ও অস্থিরতা। তাই অবিলম্বে বিরাজমান সমস্যার আশু সমাধান চান ঈশ্বরদীর সর্বস্তরের জনগণ।

উল্লেখ্য, বিগত ফ্যাসিস্ট হাসিনা সরকারের আমলে ঈশ্বরদীতে নেসকো কর্তৃক বিদ্যুৎ-এর প্রিপেইড মিটার স্থাপনের গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী জুলাই বিপ্লবের পর থেকে তারা মিটার স্থাপন শুরু করে। বিষয়টি জানাজানি হলে সচেতন নগরবাসী ফোরাম , সম্মিলিত নাগরিক জোট, নাগরিক অধিকার রক্ষা আন্দোলনের ডাকে সর্বস্তরের জনগণের প্রতিরোধের মুখে নেসকো প্রিপেইড মিটার স্থাপন করবে না মর্মে লিখিত স্বীকারোক্তি প্রদান করেন। কিন্তু গোপনে গোপনে তারা বিভিন্ন এলাকায় বিতর্কিত এই প্রিপেইড মিটার স্থাপনের কাজ শুরু করে। এতে আন্দোলনকারীরা ক্ষীপ্ত হয়ে ওঠে এবং পুনরায় আন্দোলনে নামে। এরই অংশ হিসেবে গত ২৯ অক্টোবর’২৫ নেসকো’র ঈশ্বরদী কার্যালয় ঘেরাও ও রাস্তা অবরোধ কর্মসূচি পালন করে। পরবর্তীতে নেসকো’র পক্ষ থেকে সচেতন নগরবাসী ফোরামের আহবায়ক অধ্যাপক আ ফ ম রাজিবুল আলম ইভানকে ১ নম্বর আসামী ও ২শ জনকে অজ্ঞাত আসামী করে ঈশ্বরদী থানায় একটি মামলা দায়ের করা হয়। এরই প্রেক্ষিতে ঈশ্বরদীর মানুষ ক্ষিপ্ত হয়ে উল্লেখিত সংগঠন সমূহের ব্যানারে নয়া উদ্দ্যোমে আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছে।
প্রেরকঃ এস এম রাজা
ঈশ্বরদী, পাবনা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!