ঈশ্বরদীতে প্রিপেইড মিটার স্থাপন বন্ধ ও মামলা প্রত্যাহারের দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা
স্টাফ রিপোর্টার।।
গত ২ নভেম্বর’২৫ মানববন্ধনে বেঁধে দেওয়া সময় সূচির মধ্যে নেসকোর প্রিপেইড মিটার স্থাপনের সিদ্ধান্ত বাতিল ও মামলা প্রত্যাহার না হওয়ায় আবারও আন্দোলন সংগ্রামের কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
আজ বৃহস্পতিবার(৬ নভেম্বর ‘২৫) রাতে ‘সম্মিলিত নাগরিক জোটের’ ব্যানারে স্থানীয় বিদ্যুৎ গ্রাহকেরা বিস্তারিত কর্মসূচি পালনের সিদ্ধান্ত ঘোষণা করেন।
কর্মসূচির মধ্যে রয়েছে ঈশ্বরদীবাসীর অংশগ্রহনে প্রতীক অনশন, স্মারকলিপি হস্তান্তর এবং উদ্ভুদ্ধ পরিস্থিতি নিয়ে আলোচনা। এ লক্ষ্যে আগামী ১০ নভেম্বর’২৫ সোমবার, ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে জ্বালানি উপদেষ্টা, জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট দপ্তরে স্মারক লিপি প্রদান করা হবে। এরপর ওইদিনই অনশন কর্মসূচির দিনক্ষণ ঘোষণা করা হবে জোটের পক্ষ থেকে। এছাড়াও দাবি মানা না হলে পর্যায়ক্রমে আরও কঠিন কর্মসূচি ঘোষণার সিদ্ধান্ত নেওয়া হয় সভা থেকে। সব কর্মসূচিই পালন করা হবে শান্তিপূর্ণ ভাবে।
সম্মিলিত নাগরিক জোটের সমন্বয়ক মাহবুবুর রহমান পলাশের সভাপতিত্বে এ সময় বক্তব্য দেন সদস্য সচিব আশিকুর রহমান লুলু, ঈশ্বরদী প্রেসক্লাবের সাবেক সভাপতি এস এম রাজা, বর্তমান সাধারণ সম্পাদক এস এম ফজলুর রহমান, নোঙর সংগঠনের মূখ্য সমন্বয়ক অধ্যাপক হাসানুজ্জামান, ঈশ্বরদী সাহিত্য সংস্কৃতি পরিষদের সহসভাপতি জাহিদুল আলম সনু, সিনিয়র সাংবাদিক খোন্দকার মাহবুবুল হক, সাপ্তাহিক ঈশ্বরদীর সম্পাদক সেলিম সরদার, মহিলা কলেজ পরিচালনা কমিটির সদস্য আতাউর রহমান পাতা, ঈশ্বরদী প্রেসক্লাবে সাংগঠনিক সম্পাদক সেলিম আহমেদ, অনলাইন প্রেসক্লাব সভাপতি রিফাজ বিশ্বাস লালন, সাধারণ সম্পাদক রেজাউল করিম ফেরদৌস, সুলতান মাহমুদ খান বিদ্যুৎ, যুব কল্যাণ সমিতির সাইফুদ্দিন স্বপন, আহসান হাবিব, মোয়াজ বিন মাহমুদ প্রমুখ।
সভায় ঈশ্বরদীর প্রায় ২৫টি সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।