ঈশ্বরদীতে যুবলীগ নেতা হাতুড়ির আঘাতে কান ফাটালেন এক কিশোরের
স্টাফ রিপোর্টার।।
#ঈশ্বরদীতে আওয়ামী যুবলীগের এক নেতার হাতুড়ি আঘাতে কান ফেটে এক কিশোর গুরুতর আহত হয়েছে। সোমবার (২৭ অক্টোবর) দুপুরে উপজেলার সাহাপুর ইউনিয়নের আওতাপাড়া বাজারে এ ঘটনা ঘটে।
আহত কিশোরের নাম শিবলু হোসেন (১৫)। সে চরগড়গড়ি গ্রামের মাসুম সরদারের ছেলে এবং স্থানীয় এক মোটরসাইকেল গ্যারেজের কর্মচারী।
অভিযুক্ত যুবলীগ নেতা আব্দুল গাফফার মন্ডল সাহাপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক ও আওতাপাড়া বাজারের মোটরপার্টস ব্যবসায়ী।
স্থানীয় সূত্রে জানা যায়, এক মোটরসাইকেল চালক গাফফারের দোকান থেকে পার্টস কিনে রাসেল হোসেনের গ্যারেজে সারাতে গেলে সেটির মান খারাপ বলে ফেরত দেয়। রাসেল তার ভাতিজা শিবলুকে পার্টস বদলে আনতে পাঠালে গাফফার ক্ষিপ্ত হয়ে হাতুড়ি দিয়ে শিবলুর কানে জোরে আঘাত করেন।
হাতুড়ির আঘাতে শিবলু রক্তাক্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। স্থানীয়রা তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে সে সেখানেই চিকিৎসাধীন।
শিবলুর চাচা রাসেল হোসেন বলেন, “শিবলু কেবল পার্টস বদলাতে গিয়েছিল। কোনো কথা না শুনেই গাফফার হাতুড়ি তুলে আঘাত করে।” তিনি বলেন, “এ ঘটনায় থানায় মামলা করার প্রস্তুতি চলছে।”
ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) আ স ম আব্দুন নুর জানান, “ঘটনার বিষয়ে মৌখিকভাবে শুনেছি। তবে এখনো কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
অভিযুক্ত যুবলীগ নেতা আব্দুল গাফফার মন্ডল ঘটনার সত্যতা স্বীকার করে মুঠোফোনে জানান, “রাগের মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করেছি। ভাবিনি এত গুরুতর হবে।”
এদিকে, বাজারের ব্যবসায়ী ও স্থানীয় জনগণের মধ্যে এ ঘটনায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা হামলাকারী যুবলীগ নেতার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।