ঈশ্বরদী সরকারি কলেজ ছাত্রদলের সদ্য ঘোষিত কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি।। ঈশ্বরদী সরকারি কলেজ ছাত্রদলের সদ্য ঘোষিত কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
আজ ২৩ অক্টোবর’২৫ দুপুরে ঈশ্বরদী প্রেসক্লাব মিলনায়তনে ঘোষিত ছাত্রদলের কমিটিতে অন্তর্ভুক্ত নেতা ও সাবেক ছাত্রদল নেতৃবৃন্দ এই সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিলের আয়োজন করে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ছাত্রদল নেতা ইব্রাহিম হোসেন বলেন, একটি বিশেষ মহলের সন্তুষ্টির জন্য বিশেষ কিছু প্রাপ্তি যেমনঃ আর্থিক এবং অন্য কোন সুবিধা গ্রহণের মাধ্যমে ছাত্রলীগের নেতাদের এবং অযোগ্য লোকদের এই কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে।
তিনি বলেন, গত ২১ অক্টোবর’২৫ ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসির স্বাক্ষরিত ও অনুমোদনকৃত সদ্য ঘোষিত ঈশ্বরদী সরকারি কলেজ ছাত্রদলের কমিটিতে পরীক্ষিত ও ত্যাগী নেতা কর্মীদের মূল্যায়ন না করে ছাত্রলীগের পদধারী ব্যক্তিদের অন্তর্ভুক্ত ও অযোগ্যদের গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত করায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে ছাত্রদলের সকল স্তরের নেতাকর্মীদের মধ্যে। অবিলম্বে এই কমিটি বাতিল করা না হলে লাগাতার আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানান।
সংবাদ সম্মেলনে তিনি পরীক্ষিত, যোগ্য ও ত্যাগী কর্মীদের সমন্বয়ে কমিটি পুর্নগঠনের জন্য কেন্দ্রীয় ছাত্রদল নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সদ্য ঘোষিত ঈশ্বরদী সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক শ্রাবণ আহমেদ, প্রচার সম্পাদক মাহমুদ হাসান শান্ত, দপ্তর সম্পাদক রোহান প্রীত আহমেদ, সাবেক ছাত্রদল নেতা মীর হুমায়ুন কবির জিহাদ, বিকি আগরওয়ালা সহ ছাত্রদলের নেতা ও কর্মীরা।
সংবাদ সম্মেলন শেষে বিক্ষুব্ধ ছাত্রদল নেতাকর্মীরা কলেজ চত্বর ও শহরের প্রধান প্রধান সড়কে বিক্ষোভ প্রদর্শন করেন।
প্রেরকঃ এস এম রাজা
ঈশ্বরদী, পাবনা।