ক্ষতি পুষিয়ে নিতে ঈশ্বরদীর সর্বত্র শুরু হয়েছে শীতকালীন সবজি চাষ
ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
-
প্রকাশিত :
রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
- ক্ষতি পুষিয়ে নিতে ঈশ্বরদীর সর্বত্র শুরু হয়েছে শীতকালীন সবজি চাষ
——
এস এম রাজা, ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি।। শীতকালীন সবজি চাষের মৌসুম শুরু হয়েছে। ঈশ্বরদীর সর্বত্র কৃষকরা ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত জমি চাষে ব্যস্ত সময় কাটাচ্ছেন।
কেউ ট্রাক্টর, পাওয়ার ট্রলি ব্যবহার করে আবার কেউ কোদাল হাতে মাটি কেটে জমি প্রস্তুত করছেন। কৃষকরা সম্প্রতি অতি বৃষ্টির কারণে আগাম আবাদ করা মুলা, গাজর ও ফুলকপি উৎপাদনে মারাত্মক ক্ষতির শিকার হয়েছেন।
পেয়ারা ও ড্রাগন ফলও ক্ষতির হাত থেকে রক্ষা পায়নি। মূলত ক্ষতি পুষিয়ে নিতেই কৃষকরা এখন তাদের জমিতে দেশি লাউ, বরবটি, ঝিঁঙা, সিম ও অন্যান্য সবজির চারা বপণ ও বীজ রোপন করছেন।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, এ মৌসুমে ঈশ্বরদী উপজেলায় শীতকালীন সবজি চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৬হাজার ৮২ হেক্টর জমিতে।
রবি মৌসুমের আবাদ শুরু হয়েছে অক্টোবরের প্রথম থেকেই। শীম, ঢেঁড়স, গাজর, মুলা, ফুলকপি, বেগুন, বাঁধাকপি, ধনিয়া পাতা, টমেটো, লাউ, মিষ্টি কুমড়া, পালংশাক ও লালশাক চাষ হচ্ছে।
শীতকালীন সবজি চাষের জন্য নির্ধারণকৃত লক্ষ্যমাত্রার বেশির ভাগ সবজি চাষ হয় উপজেলার মুলাডুলি, ছলিমপুর, দাশুড়িয়া, সাহাপুর ও লক্ষ্মিকুন্ডা ইউনিয়নে। কৃষকরা প্রাণপণে প্রস্তুত করছেন তাদের সবজির জমি। কেউ উঁচু উঁচু বেড বানাচ্ছেন চারা ও বীজ রোপনের জন্য। ধীরে ধীরে নতুন চারা রোপন করা হচ্ছে প্রস্তুতকৃত বেডে।
সরেজমিনে ঘুরে এসব চিত্র লক্ষ্য করা গেছে। সাহাপুর ইউনিয়নের গড়গড়ি গ্রামের কৃষক বক্কার ঘোষ জানান, তিনি ৮বিঘা জমিতে গাজর রোপণ করেছিলেন। কিন্তু সাম্প্রতিক বৃষ্টিতে সব নষ্ট হয়ে গেছে।
লক্ষ্মিকুন্ডার কৃষক মজিবুর রহমানও একই ধরনের ক্ষতির শিকার হয়েছেন। সব ইউনিয়নের প্রায় কৃষকই কম বেশি একই ধরনের ক্ষতির শিকার হয়েছেন বলে নব উদ্যোমে ক্ষতি পুষিয়ে নিতে আগাম সবজি আবাদ শুরু করেছেন।
ঈশ্বরদী উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আব্দুল মোমিন জানিয়েছেন, আবহাওয়া যদি ভালো থাকে, নতুন করে যদি আর প্রাকৃতিক বিপর্যয় না ঘটে তাহলে সবজি চাষের ধার্য্যকৃত লক্ষ্যমাত্রা পূরণ হবে এবং সাম্প্রতিক বর্ষায় তাদের যে ক্ষতি হয়েছে তা পুষিয়ে নিতে পারবেন।
তিনি বলেন, ঈশ্বরদী উপজেলার উল্লেখিত ইউনিয়নের মাটি উর্বর। তাই শীতকালীন সবজির ফলন ও উৎপাদন আশাতীত হবে। আমরা সব সময় কৃষকদের ক্ষতি পুষিয়ে দেয়ার জন্য পাশে থেকে কাজ করে যাচ্ছি।
প্রেরকঃ এস এম রাজা
ঈশ্বরদী, পাবনা।
শেয়ার করুন
আরো সংবাদ