ঈশ্বরদী প্রেসক্লাবে বিদায় সংবর্ধনা
—————————————–
ঈশ্বরদী আমার পরিবার, আপনারা সেই পরিবারের সদস্য—সুবীর কুমার দাস
এম এন সরদার।। ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার ও সদ্য পদন্নোতি প্রাপ্ত অতিরিক্ত জেলা প্রশাসক সুবীর কুমার দাস বলেছেন,ঈশ্বরদী আমার পরিবার, আমার শিশু সন্তানটির বয়স হলো এখানে চার বছর। তার শিক্ষা জীবন শুরু এখান থেকেই। আপনারা ছিলেন আমার পরিবারের সদস্য। সারা জীবন সদস্য হয়েই থাকবেন।
ঈশ্বরদীর মানুষের যে নির্ভেজাল ভালবাসা ও সহযোগিতা পেয়েছি তা কোন দিন ভুলবো না। আমি আত্মিক সম্পর্কে বাঁধা পড়ে গেছি।
যেখানেই চাকরী করি না কেন এই ঈশ্বরদীতে বারবার ফিরে আসবো আপনাদের ভালোবাসা আর মায়ার টানে। কেননা আপনাদের সাথে যে সম্পর্ক হয়েছে সেটা সম্পূর্ণ আত্মিক তাই আসা যাওয়া থাকবে।
সোমবার(৮সেপ্টেম্বর’২৫)সন্ধ্যায় ঈশ্বরদী প্রেসক্লাবে তাঁকে দেয়া বিদায় সংবর্ধনায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
প্রেসক্লাবের সভাপতি আজিজুর রহমান শাহিনের সভাপতিত্বে ও সহ সাধারণ সম্পাদক ওয়াহিদুজ্জামান টিপুর সঞ্চালনায় অনুষ্ঠিত সংবর্ধনা সভায় বক্তৃতা করেন নবাগত সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান সরকার আসাদ, ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ আসম আব্দুন নূর, ঈশ্বরদী প্রেসক্লাবের সাধারন সম্পাদক এস এম ফজলুর রহমান, সাবেক সভাপতি মোস্তাক আহমেদ কিরণ, সাবেক সভাপতি এস এম রাজা, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল মান্নান টিপু, সহ সভাপতি হাসানুজ্জামান, সহ সাধারন সম্পাদক সেলিম সরদার, সহ সাধারণ সম্পাদক ওয়াহেদ আলী সিন্টু, কোষধ্যক্ষ মহিদুল ইসলাম,সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক জাহাঙ্গীর হোসেন, সমাজ কল্যাণ সম্পাদক মোঃ শহীদুল্লাহ খান।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শিহাব হোসেন, পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ জহুরুল ইসলাম,অন লাইন প্রেসক্লাবের সভাপতি রিফাজ বিশ্বাস লালন, সাধারণ সম্পাদক রেজাউল করিম ফেরদৌস, সাংবাদিক ওহিদুল ইসলাম সোহেল, খালেদ মাহমুদ সুজন, মাসুদুর রহমান মাসুদ, মোঃ রাসেল আলী, মোঃ স্রোত রহমান প্রমুখ।
প্রধান অতিথির বক্তৃতায় সুবীর কুমার দাস আরও বলেন, আমার কর্মকালিন সময়ে আমি আন্তরিক ভাবে কাজ করার চেষ্টা করেছি। তারপরও ভুল ভ্রান্তি হয়েছে। আমার সমালোচনা হয়েছে। আমি শুধরে নিয়েছি।
তিনি বলেন, পৌর ট্যাক্স নিয়ে বেশী ভুল বোঝা বুঝি ও ঝামেলা হয়েছে। সেগুলো আমি মিটিয়ে ফেলেছি। শহরের শ্রী বৃদ্ধি করার চেষ্টা করেছি। সাঁড়াঘাটে পর্যটন করে দিয়েছি। কলেজ রোড ও ইপিজেড রোডের আগামী মাসে ওয়ার্ক ওর্ডার হবে। অতীব জরুরী থানার লাশঘর করেছি।
তিনি আরও বলেন, সবই সম্ভব হয়েছে আপনাদের সহযোগিতা ছিল বলে।
সাংবাদিকসহ সকল মহলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ও দোয়া প্রার্থনা করে তিনি সকল মহলের কাছে ভুল ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনা করেন।
পরে বিদায়ী অতিথিকে ক্রেষ্ট ও ফুলেল শুভেচছায় শিক্ত করা হয়। অনুষ্ঠান শেষে নৈশ ভোজের আয়োজন করা হয়।
উল্লেখ্য, ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার সুবীর কুমার দাস পদন্নোতি পেয়ে অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে ঝিনাইদহ জেলায় বদলী হলেন।