ডিডিপির কবি কন্ঠে কবিতা পাঠ ও সংগীতানুষ্ঠান সুরের মেলা ৩৫১ পর্ব অনুষ্ঠিত
এস এম দীপ্ত।। ঈশ্বরদীর সুনামধন্য সাহিত্য, সংস্কৃতি ও সেবা ধর্মী প্রতিষ্ঠান ডিডিপি এর নিয়মিত আয়োজন মাসিক কবি কন্ঠে কবিতা পাঠ ও সংগীতানুষ্ঠান সুরের মেলা ৩৫১ পর্ব অনুষ্ঠিত হয়েছে।
শক্রবার (২৯আগষ্ট’২৫) রেলওয়ে মালগুদাম রোডস্থ নিজস্ব কার্যালয়ে ডিডিপির চেয়ারম্যান, সাপ্তাহিক জংশন সম্পাদক, ঈশ্বরদী প্রেসক্লাবের সাবেক সভাপতি সিনিয়র সাংবাদিক কবি কলামিস্ট গীতিকার সুরকার সংগঠক সমাজ সেবক ও শিল্পী সূফী সাধক গুরুজী এস এম রাজার সভাপতিত্বে অনুষ্ঠিত এ’অনুষ্ঠানে সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তৃতা করেন ঈশ্বরদী ট্রাফিক পুলিশের ইনচার্জ ইন্সপেক্টর মোঃ আব্দুল্লাহ আল মামুদ, বাংলাদেশ রেলওয়ে ঈশ্বরদীর এস এস এ ই উৎপল চন্দ্র মন্ডল, কুষ্টিয়া সাহিত্য পরিষদের সভাপতি কবি কলামিস্ট প্রাবন্ধিক গল্পকার সমাজসেবক সংগঠক মোঃ আসমান আলী, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ভেড়ামারা শাখার সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম,সাপ্তাহিক সময়ের ইতিহাস সম্পাদক ও মাতৃছায়া কিন্ডারগার্টেন এর পরিচালক শেখ মহসীন, বিশ্ব আশেকান মন্জিল নূর নবী মওলা পুর দরবার শরীফের পীর সাহেব কবি শাহ সূফী হাফিজুর রহমান হাফিজ।
ডিডিপির পরিচালক(সাহিত্য) কবি সাধন কুমার কুন্ডুর সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য ও কবিতা আবৃত্তি করেন ডিডিপির পরিচালক (সাহিত্য) কবি ওয়াজেদ আলী,কবি মোনতাজ আলী, ডিডিপির সদস্য কবি শাওন কুমার গুপ্ত, ডিডিপির পরিচালক(দপ্তর) কবি ও সাংবাদিক মুনমুন আক্তার, কবি আসমান আলী, কবি এস এম রাজা, কবি আশরাফুল ইসলাম, কবি মিলন মাহমুদ, কবি সিজন সাজিদ, ডিডিপির সদস্য কবি ওয়াসিম আকরাম টগর, কবি সুলতান হাফিজ প্রমুখ। প্রতিক্রিয়া ব্যাক্ত করেন সাংবাদিক মুশফিকুর রহমান মিশন, মোঃ সানাউল্লাহ, মোহাম্মদ আলম, মোঃ মুনির হোসেন, শহীদুল ইসলাম প্রমুখ।
সংগীত পরিবেশন করেন শিল্পী রাফি মন্ডল, রাখি মন্ডল, রিমি মন্ডল, লিটন বাউল, আবু তালেব, রকি মন্ডল, মাহবুব মিথুন, আমীর হোসেন বিশাল, আব্দুল্লাহ আল মাহমুদ, সুরুজ আলী, ওস্তাদ মুকুল হোসেন, এস এম রাজা প্রমুখ।
যন্ত্র শিল্পী ওস্তাদ মুকুল, লিটন, রাহুল, মাহবুল, রাফি।
সন্ধা থেকে রাত সাড়ে ১১টা পর্যন্ত অনুষ্ঠিত মনোমুগ্ধকর সমগ্র অনুষ্ঠান দর্শক শ্রোতাদের কাছে ব্যাপক প্রশংসিত হয়।