সংবাদ সম্মেলনে ভূমিদস্যু কামরুজ্জামান সিরাজ গংদের গ্রেফতারের দাবি
এস এম রাজা।। ঈশ্বরদী পৌর এলাকার পাতিলাখালি গ্রামের সর্বজন স্বীকৃত ভূমিদস্যু কামরুজ্জামান সিরাজ গং এর বিরুদ্ধে নানাবিধ অভিযোগে আবারও সরব হয়ে উঠেছেন ভুক্তভোগী মহলের সদস্যরা। ছেলে পুলিশের এস আই। কেউ কিছু বললেই পুলিশ অফিসার ছেলেকে দিয়ে দুর্ভোগ ও ভোগান্তিকর নানা মিথ্যা মামলা দিয়ে হয়রানি করাসহ নানাবিধ আতঙ্কে মুখ বন্ধ রেখেছেন অনেকেই। পুলিশ অফিসার ছেলের ক্ষমতাবলে বাবা সিরাজের সীমাহীন ভূমিদস্যুপনার নানা অভিযোগ তুলে আবারও সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী মহলের একটি অংশ।
২৫ আগস্ট’২৫ বিকেল ৫ টায় ঈশ্বরদী প্রেসক্লাবে বিশিষ্ট ঔষধ ব্যবসায়ী এবং ঈশ্বরদী শিল্প ও বণিক সমিতির সদস্য মোঃ রবিউল আওয়াল সজিব প্রামাণিক সহ ভুক্তভোগী অসংখ্য সদস্যরা সিরাজ গংয়ের বিরুদ্ধে সংবাদ সম্মেলনের আয়োজন করে।
ভুক্তভোগীদের পক্ষ থেকে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মো: সজীব প্রামানিক। তিনি বলেন, ঈশ্বরদী শহরের পাতিলাখালী এলাকার কামরুজ্জামান সিরাজ ভূমিদস্যু হিসেবে বহুদিন থেকে পরিচিত। ভোল পাল্টিয়ে বিভিন্ন সময়ে রাজনৈতিক দলের আশ্রয় প্রশ্রয়ে বাগিয়ে নিয়েছেন রেলওয়ের কয়েক একর জমি। তার দস্যিপনা থেকে রক্ষা পায়নি অসহায় মানুষ, রাজনৈতিক ও ব্যবসায়ী নেতা। সুযোগ পেলেই তিনি বিভিন্ন ব্যক্তির জমি নিজের বলে জোরপূর্বক দখলে নিয়েছেন। বাধা দিলেই দায়ের করেছেন একের পর এক মামলা। তার এই দখল দারিত্বে সহযোগীতা করে আসছেন তার পুলিশ অফিসার ছেলে আকরামুজ্জামান মিঠু ও ভাতিজা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের দূর্ধর্ষ ক্যাডার চমন।
সম্মেলনে সজিব বলেন, কামরুজ্জামান সিরাজের দায়ের করা মিথ্যা ও হয়রানি মূলক মামলার সংখ্যা ৪০ থেকে ৫০ টিরও বেশি। তার মামলার শিকার হয়ে পাতিলা খালি সহ ঈশ্বরদী শহরের ভুক্তভোগী পরিবার গুলো বহুবার সংবাদ সম্মেলন ও নানাবিধ কর্মসূচী পালন করেছেন। লিখিত বক্তব্যে সজিব আরও বলেন, কামরুজ্জামান সিরাজ নিজেকে কখনো জাতীয় পার্টি, কখনো জামায়াত, কখনো বিএনপি আবার কখনো আওয়ামীলীগ নেতা পরিচয় দিয়ে এলাকার মানুষকে হুমকি ধামকি ও ভীতসন্ত্রস্ত করে রাখেন। তার বিরুদ্ধে চাঁদাবাজিরও বহু অভিযোগ রয়েছে বলে ভুক্তভোগী পরিবার সম্মেলনে দাবি করেন। শুধু তাই নয় চাঁদার টাকা না পেয়ে স্থানীয় আনোয়ার হোসেন নামে এক সবজি ব্যবসায়ীর বাড়ী ভাংচুর ও তার নির্মানাধীন ঘরের মালামাল লুটের অভিযোগও রয়েছে সিরাজ গংদের বিরুদ্ধে।
লিখত বক্তব্যে সজিব অবিলম্বে মামলাবাজ ভূমিদস্যু কামরুজ্জামান সিরাজ ও তার সহযোগী আড়পাড়া এলাকার মো: মুস্তাক, লড়ি শেখ, যুবলীগ নেতা ওয়াসীম, বিল্লাল, আওয়ামীলীগ নেতা সেন্টু, বাদশা ও পুলিশ অফিসার মিঠুদের গ্রেফতারের দাবি জানান।
সংবাদ সম্মেলনে উপস্থিত ভুক্তভোগীদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন আব্দুর রাজ্জাক প্রামাণিক, আলম প্রামাণিক, বিএনপি নেতা মোস্তফা নূরে আলম শ্যামল, রাজিব প্রামাণিক, রেনুয়ারা বেগম, আতিয়ার রহমান দুখু, লিখন প্রামাণিক, রুবেল প্রামাণিক, জিন্নাহ প্রামাণিক প্রমূখ।