ঈশ্বরদীতে ট্রেনে কাটা পড়ে ১ জনের মৃত্যু
——-
ঈশ্বরদী (পাবনা) উপজেলা সংবাদদাতা।। আজ ১৮ আগস্ট’২৫ সকাল ৮ টায় ঈশ্বরদী রেলওয়ে স্টেশনের দক্ষিণ ইয়ার্ডের লোকসেডের নিকট ট্রেনে কাটা পড়ে সেলিম হোসেন (৫০) নামে এক ব্যক্তি মৃত্যুবরণ করেছে । সে ঈশ্বরদী শহরের পূর্বটেংরী এলাকার মৃত রমজান আলীর ছেলে।
ঈশ্বরদী রেলওয়ে থানার অফিসার ইনচার্জ জিয়াউর রহমান জানান, উল্লেখিত সময়ে শৈলপাড়া থেকে রেললাইন পার হয়ে লোকসেডের পাশ দিয়ে নিজ বাড়িতে আসার সময় রাজশাহী থেকে ঢাকাগামী মধুমতী এক্সপ্রেস ট্রেনে ধাক্কা লেগে লাইনের মধ্যে পড়ে ট্রেনের চাকায় তার ডান হাত ও ডান পা কেটে বিচ্ছিন্ন হয়ে যায়। সংবাদ পেয়ে রেলওয়ে থানা পুলিশ গুরুতর আহত সেলিমকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আনুমানিক সকাল ৯টার দিকে সে মৃত্যু বরণ করে। এব্যাপারে ঈশ্বরদী রেলওয়ে থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে। মৃত সেলিমের লাশ ময়নাতদন্তের জন্য পাবনা মর্গে প্রেরন করা হয়েছে।
প্রেরকঃ এস এম রাজা
ঈশ্বরদী, পাবনা।