ঈশ্বরদী কেন্দ্রীয় গোরস্থানের দান বাক্সের তালা ভেঙে টাকা চুরি
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধিঃ ঈশ্বরদী কেন্দ্রীয় গোরস্থানের দান বাক্সর তালা ভেঙে গতরাতের যে কোন সময় সমস্ত টাকা নিয়ে গেছে চোর। আজ সোমবার ১৮ আগস্ট সকালে দানবাক্সের তালা ভাঙা অবস্থায় দেখতে পান গোরস্থানের খাদেম। এরপর তিনি কমিটির সকলকে মোবাইলে অবহিত করেন। কমিটির বেশ কয়েকজন উপস্থিত হয়ে দানবাক্সের তালা ভাঙা অবস্থায় দেখতে পান। এ বিষয়ে কমিটির পক্ষ থেকে থানা পুলিশকে অবহিত করা হয়েছে।
ঈশ্বরদী কেন্দ্রীয় গোরস্থানের খাদেম খলিলুর রহমান জানান, দীর্ঘ ৪৫ বছর ধরে এই গোরস্থানে খাদেমের দায়িত্ব পালন করে আসছি। ইতোমধ্যে তিনবার দান বাক্স ভেঙে চোরেরা টাকা নিয়ে গেছেন বলে তিনি জানিয়েছেন। তিনি বলেন, এবার আরও মজবুত করে দুই স্তরের দান বাক্স তৈরি করা হয়েছিল। সেই দান বাক্স ভেঙে চোরেরা দানের সমস্ত টাকা নিয়ে গেছেন।
ঈশ্বরদী কেন্দ্রীয় গোরস্থানের সচিব মাজহারুল ইসলাম বলেন, এর আগেও দুইবার দানবাক্সের তালা ভেঙ্গে টাকা চুরি হয়েছিল। এবার ১৬ হাজার টাকা ব্যয় করে দুই স্তরের দান বাক্স তৈরি করা হয়েছিল। এলারাম তালাসহ দানবাক্সে আরও দুইটি তালা লাগানো ছিল। দান বাক্সর নিরাপত্তার জন্য সিসি ক্যামেরা লাগানো রয়েছে। গত রাতের যেকোনো সময় চোরেরা দানবাক্সের তালা ভেঙে দানের টাকা নিয়ে গেছে। তিনি বলেন, চলতি মাসের ৩ তারিখে দান বাক্স খুলে ১০ হাজার ৩২০ টাকা পাওয়া গিয়েছিল। দানবাক্সের টাকা চুরির বিষয়ে ঈশ্বরদী থানাকে অবহিত করা হয়েছে।