ধূমকেতু ট্রেন থেকে এক কোটি টাকার হেরোইনসহ ৩ আসামী গ্রেফতার
এস এম রাজা ।। রাজশাহী থেকে ঢাকাগামী ধূমকেতু এক্সপ্রেস ট্রেনে অভিযান চালিয়ে ১ কেজি হেরোইনসহ ৩ আসামী গ্রেফতার করেছে রাজশাহী রেলওয়ে থানাপুলিশ। জব্দকৃত হেরোইনের মূল্য প্রায় ১ কোটি টাকা।
গ্রেফতারকৃত আসামীরা হলো (১) নাসরিন ওরফে রাসেদা ওরফে রোকসানা (৩৬) স্বামী নাসিরুল সাং শংকরবাটি, (২) ফিরোজা(২৭) স্বামী রাকিব সাং চর হরিসপুর, উভয় থানা ও জেলা চাঁপাইনবাবগঞ্জ। (৩) সাদ্দাম হোসেন(৩২)পিতা আজগর আলী সাং বনগ্রাম, বেড়া, পাবনা। এ/পি ইব্রাহিম নগর, কামরাঙ্গির চর, ঢাকা।
পাকশী রেলওয়ে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার জুনায়েদ আফ্রাদ প্রেরিত এক প্রেসরিলিজে জানানো হয়েছে যে, পাকশী রেলওয়ে জেলা পুলিশ সুপার মেহেদী হাসান এর দিক নির্দেশনা ও রাজশাহী রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মুঃ ফয়সাল বিন আহসান এর তত্বাবধানে রাজশাহী রেলওয়ে থানা পুলিশের চৌকশ একদল পুলিশ সদস্য গোপন সংবাদের ভিত্তিতে গত ১৪ আগষ্ট’২৫ সাড়ে ১১টায় ধূমকেতু ট্রেনে চলন্ত অবস্থায় রাজশাহী বিশ্ব বিদ্যালয় স্টেশন অতিক্রম করার সময় গ বগির ১ নং কেবিনে অভিযান চালিয়ে উপরোক্ত আসামীদের গ্রেফতার ও হেরোইন উদ্ধার করতে সক্ষম হয়। মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়।
এব্যাপারে রাজশাহী রেলওয়ে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীদের আদালতে সোপর্দ করা হয়েছে।