ঈশ্বরদীতে সেচ্ছাসেবক লীগ নেতা কাউন্সিলর আমিনুল গ্রেফতার
স্টাফ রিপোর্টার।। ঈশ্বরদীতে আওয়ামী সেচ্ছাসেবক লীগের নেতা কাউন্সিলর আমিনুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ।
১৪ আগস্ট’২৫ রাত দেড়টার দিকে পৌর শহরের মশুরিয়াপাড়া এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আমিনুর রহমান পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার ৪নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর। ঈশ্বরদী আমবাগান পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আফজাল হোসেন তার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ আসম আব্দুন নূর জানান, , গত জুলাই-আগস্ট২৪এ সংঘটিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় দায়েরকৃত মামলার তদন্তাধীন আসামি আমিনুর রহমান । তদন্তে ছাত্র আন্দোলনে হামলায় সম্পৃক্ত থাকার প্রমান বিদ্যমান থাকায় তাকে গ্রেফতারের তৎপরতা চালানো হচ্ছিল। কিন্তু পলাতক থাকার কারণে তিনি ধরাছোঁয়ার বাইরে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ঈশ্বরদী পুলিশ ফাঁড়ির একটি টিম তাকে নিজ বাসা থেকে গ্রেফতার করে থানায় হস্তান্তর করেছে।
ঈশ্বরদী থানার পরিদর্শক (তদন্ত) এবিএম মনিরুল ইসলাম জানান , পৌর কাউন্সিলর ও স্বেচ্ছাসেবক লীগ নেতা আমিনুর রহমান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা মামলার আসামী।
ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ আসম আব্দুন নূর আরও জানান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার আসামী আমিনুরকে গ্রফতারের পর তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
তিনি বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা মামলার সকল আসামী গ্রেফতার করতে তৎপর রয়েছে ঈশ্বরদী থানা পুলিশ। পর্যায়ক্রমে সকল আসামী গ্রেফতার করা হবে।