ঈশ্বরদী পাবনা প্রতিনিধিঃ ঈশ্বরদীতে তৃতীয় শ্রেণির ছাত্রকে অপহরণের চেষ্টা চালিয়েছে মুখোশধারী দুই ব্যক্তি। তবে শিশুটির বুদ্ধি ও সাহসিকতায় অপহরণকারীদের চেষ্টা ব্যর্থ হয়।
ঘটনাটি ঘটেছে আজ বৃহস্পতিবার (১৪ আগষ্ট ) সকাল ১১টার দিকে পৌর এলাকার মশুরিয়াপাড়া গোলাম হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে।
জানা যায়, স্কুলের বাথরুম তালাবদ্ধ পেয়ে বাইরে গেলে মোটরসাইকেলে আসা দুইজন অপরিচিত ব্যক্তি মুখ চেপে ধরে অপহরণের চেষ্টা করে। কিন্তু শিশু ইয়াসিন রহমান স্মরণ (৮) অপহরণকারীদের হাতে কামড়ে চিৎকার করে দৌড়ে পালিয়ে যায়।
পরে সে রিকশায় বাড়ি ফিরে ঘটনাটি জানায় পরিবারকে। শিশুটিকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
শিশুর বাবা আব্দুল কাদের সোহান বলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক তখন বিদ্যালয়ে উপস্থিত ছিলেন না। আমি বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে ব্যর্থ হই। বিষয়টি থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
এ ঘটনায় এলাকাজুড়ে আতঙ্ক বিরাজ করছে এবং অভিভাবকেরা সন্তানের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।
এ বিষয়ে ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুন নূর বলেন, আমরা বিষয়টি জানার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে, অভিযোগের তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।