ঢাকা অফিস।। দেশের সর্ববৃহৎ মেগাপ্রকল্প দক্ষিণাঞ্চলের জনগণের স্বপ্নের পদ্মা সেতুর কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। আগামী ১৫ দিনে শেষ হবে সবগুলো স্প্যান বসানোর কাজ। গতকাল মাঝ নদীতে ১০ এবং ১১ নম্বর পিলারের ওপর বসানো হয়েছে ৩৯ নম্বর স্প্যান। এর মাধ্যমে দৃশ্যমান হলো পদ্মা সেতুর ৫ হাজার ৮৫০ মিটার।
গতকাল সকাল সাড়ে ৯টায় মুন্সীগঞ্জের মাওয়া কনস্ট্রাকশন ইয়ার্ড থেকে ৩ হাজার ৬শ’ টন ধারণক্ষমতার তিয়ান-ই ভাসমান ক্রেনটি দিয়ে ধূসর রঙের ১৫০ মিটার দৈর্ঘ্যরে ৩ হাজার ১৪০ টন ওজনের স্প্যানটি ১০ এবং ১১ নম্বর পিলারের নিকট নিয়ে যাওয়া হয়। দুপুর সাড়ে ১২টায় সফলভাবে সেতুর পিলারের উপর স্প্যানটি বসানো হয়।
নির্বাহী প্রকৌশলী দেওয়ান আব্দুল কাদের জানান, আগামী ১০ ডিসেম্বরের মধ্যে মাঝ নদীতে বাকি ২টি স্প্যান ৪০ এবং ৪১ বসানোর পরিকল্পনা রয়েছে। স্প্যান ২টি বসানো হলে মুন্সীগঞ্জের মাওয়া এবং অপর পার জাজিরা প্রান্তের সাথে সেতুর সংযোগ ঘটবে। দৃশ্যমান হবে ৬.১৫ কিলোমিটারের পুরো পদ্মা সেতুর অবকাঠামো।