ভেড়ামারা উপজেলা সংবাদ দাতা।।
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় বজ্রপাতে শামীম হোসেন নামে এক মৃত্যু হয়েছে। নিহত শামীম উপজেলার গোপীনাথপুর গ্রামের মোয়াজ্জেল হোসেনের ৩য় পুত্র।
আজ মঙ্গলবার ১২ আগস্ট ২০২৫ আনুমানিক বেলা আড়াইটার দিকে ভেড়ামারা উপজেলার ক্ষেমিরদিয়ার গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতের পরিবারিক সূত্রে জানা গেছে, শামীম হোসেন দুপুরের দিকে মাঠে কাজ করছিলেন। এসময় হঠাৎ বৃষ্টি এবং বজ্রপাত শুরু হয়। বজ্রপাতের শিকার হয়ে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
শামীম হোসেনের অকাল মৃত্যুতে পরিবার ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।