পাবনার ফরিদপুর উপজেলার ধানুয়াঘাটা পুরাতন পাড়া নুরু ফকির এর ছেলে কুরবান ফকির (৪০) বজ্রপাতে মৃত্যু হয়েছে।
জানা যায় কয়েক জন কৃষক মাঠে কাজ করতে গিয়ে ছিলেন। এমন সময় আনুমানিক বেলা ১০ টায় প্রচন্ড বৃষ্টি ও বজ্রপাত হচ্ছিল এবং সেই বজ্রপাতে তাহার মৃত্যু হয়েছে বলে প্রত্যখ্য দর্শিরা জানান।
মৃত কুরবান ফকির এর সাথে কাজ করতে আসা সহকর্মী আবু রায়হান বলেন, আমি ও কুরবান ভাই এক সাথে পাট জাগ দিতে গিয়েছিলাম এমন সময় মুশলধারায় বৃষ্টি শুরু হয় ঠিক এমন সময় বজ্রপাত হয় পিছনে তাকিয়ে দেখি কুরবান ভাই অজ্ঞান হয়ে পরে গেছে তখন আমরা তারাতারি করে কুরবান ফকির কে ধানুয়াঘাটা বাজারে পল্লী চিকিৎসক এর কাছে আসার আগেই রাস্তায়ই মৃত্যুবরণ করেন।